পুজোয় ইমনের আগমনী ‘অয়িগিরি নন্দিনী’

বাঙালির কাছে পুজো মানেই গান। শারদ অর্ঘ্যের গান স্মৃতিতে উজ্জ্বল। আজও পুজোর মরসুম শুরু হলেই পুজোর নতুন গানের জন্য মুখিয়ে থাকে মানুষ। প্যান্ডেলে, পুজো মন্ডপ- আগমনীর গানে কান পেতে থাকে।  

এবছর বাঙালির শারদ-পার্বণে সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তীর বিশেষ উপহার ‘অয়িগিরি নন্দিনী’। মহালয়া থেকে শুরু করে গোটা উৎসবের মরসুমে বাজতে থাকে এই গান। শুধু বাঙালিদের মধ্যে নয়, সব সম্প্রদায়ের মানুষের মধ্যে।

6b4c7d6f-6922-4ad3-bd5f-394c10a4b8d6

১৩ সেপ্টেম্বর জাতীয় পুরস্কারজয়ী সঙ্গীতশিল্পীর জন্মদিনের দিন মুক্তি পেল তাঁর এবারের পুজোর নতুন গান। গানে সুর দিয়েছেন নীলাঞ্জন ঘোষ। যিনি ব্যক্তিগত জীবনে ইমনের জীবনসঙ্গী। কথা লিখেছেন চট্টোপাধ্যায়। নারী শক্তি কীভাবে সমস্ত প্রতিবন্ধকতার বিরুদ্ধে যুদ্ধ করে জয়ী হয়েছে, প্রতিষ্ঠা করেছে নিজেকে- এই গান তারও উদযাপন।

মুক্তি পেয়েছে সারেগামার ব্যানারে। প্রায় সমস্ত অনলাইন মিউজিক প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে এই নতুন আগমনীর গান। 

এটা শেয়ার করতে পারো

...

Loading...