ষষ্ঠ বার ফুটবল সেরা মেসি

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছাপিয়ে গিয়ে ষষ্ঠ বারের জন্য ব্যালন ডি’অর জিতলেন লিওনেল মেসি। সোমবার প্যারিসের এক অনুষ্ঠানে, এই পুরস্কার তুলে দেওয়া হয় তার হাতে। 

প্রসঙ্গত, চ্যাম্পিয়ন্স লিগ বার্সেলোনার দুর্ভাগ্যজনক পরাজয় ও কোপা আমেরিকার সেমি-ফাইনালে ব্রাজিলের কাছে হারলেও, মেসির পরিশ্রম ও দলের প্রতি অবদান, এড়িয়ে যায়নি নির্বাচকদের নজর। চলতি বছরে ক্লাবের হয়ে ৫৪টি ম্যাচ খেলে ৪৬টি গোল ও ১৭টি অ্যাসিস্ট আছে তার। যার মধ্যে রয়েছে ৩টি হ্যাট্রিকও।সম্প্রতি শেষ হওয়া চ্যাম্পিয়ন্স লিগে সেমি-ফাইনালে ‘সেকেন্ড লেগে’ লিভারপুলের বিরদ্ধে ৪-০ গোলে পরাজিত হয় বার্সেলোনা। ‘ফার্স্ট লেগে’ ৩-০ গোলে এগিয়ে থেকেও ‘সেকেন্ড লেগে’ সালহা-হীন লিভারপুলের কাছে পরাজয় হয়ত সমর্থকরা মেনে নিতে না পারলেও, তাতে মেসির অবদান ছিল অনস্বীকার্য। 

কোপা আমেরিকার সেমি-ফাইনালের দৃশ্যটাও ছিল একই রকম। মেসির অনবদ্য প্রদর্শনের ফলে গ্রুপ লিগ থেকে শুরু করে সেমি-ফাইনাল অবধি পৌঁছোয় আর্জেন্টিনা। আর সেখানেই ব্রাজিলের কাছে ১-০ গোলে হেরে ছিটকে যায় আর্জেন্টিনা।২০১৫ সালে শেষবার ব্যালন ডি’অর জিতেছিলেন তিনি। এমনকি ২০১৮ সালেও ভার্জিল ভ্যান ডাইক ও লুকা মডরিচের সাথে তার ব্যালন ডি অর জেতার লড়াই হলেও, অবশেষে বিশ্বকাপের ক্রোয়েশিয়া কে প্রায় একা হাতে ফাইনালে পৌঁছে দেওয়ার ফলে, এই পুরস্কার জেতে মডরিচ। 

এটা শেয়ার করতে পারো

...

Loading...