ভরপুর 'জীবনপ্রেমিক' বুদ্ধদেব

‘ ভ্রুপল্লবে ডাক দিলে দেখা হবে চন্দনের বনে’

প্রেম, নেশা, ঝুঁকি, উন্মাদনা, অ্যাডভেঞ্চার আর বেপরোয়া টান- বাঙালিকে সত্যিকারের  চন্দন বন যিনি চিনিয়েছিলেন তিনি এক ঋজু মানুষ। গড়পড়তা বাঙালির থেকে অনেকটাই আলাদা। অভিজাত, রাশভারী, আমুদে, মেজাজী, আর খেয়ালখুশির ভরপুর প্রেমিক। বাংলা ভাষায় তিনি আরণ্যক লেখক। তাঁর লেখা পড়ে অরণ্যের প্রেমে পড়েছেন এমন পাঠক কম নেই।

 টানটান পুরুষালি লেখায় ছমছমে রোমাঞ্চ আর রোমান্টিক প্রেম মিলেমিশে একাকার। বুদ্ধদেব গুহ একই অঙ্গে অনেক রূপ আর মেজাজ নিয়ে ধরা দেন পাঠকের কাছে। আর তারা জ্বলন্ত মোমবাতির চারপাশে ঘুরতে থাকা পতঙ্গের মতো ঝাঁপ দেয় বইয়ের পাতায়। আর নিস্তার নেই!  

 দরাজ গলায় নিধুবাবুর টপ্পা অভিজাত বাঙালি পুরুষের অনামিকার হিরেটির মতো ঝিকিয়ে ওঠে। কেবলই নেশা-নেশা ঘোর। তখন কে বলবে তিনি সাহেবি মেজাজের চার্টার্ড-অ্যাকাউন্ট্যান্ট। ওয়েলিংটনে ‘গুহ অ্যান্ড গুহ’ চার্টার্ড ফার্মের রাশভারী কর্তা। জীবনের সব পিচেই খেলেছেন সোজা ব্যাটে । যে কোনও আড্ডায় তিনি স্টার অ্যাট্রাকশন।

কোয়েলের কাছে আর কোজাগর উপন্যাস বদলে দিয়েছিল পুজোয় বাঙালির বেড়াতে যাওয়ার ট্রেন্ড। পালামৌ, ঝাড়গ্রাম, ডুংরি শাল-মহুলের গন্ধ, বুনো জ্যোৎস্না, পাতার আড়ালে জমে থাকা অন্ধকার, নিঝুম নিস্তব্ধতায় আদিম মহারণ্যের কাব্যপাঠ চলে।

পর্ণমোচী, শালডুংরি, জঙ্গল সম্ভার, বনবাসর, লবঙ্গীর জঙ্গলে, জঙ্গল মহল, জঙ্গলের জার্নাল, গামহার ডুংরি, সোনালেকান রূপালেকান, এমন বহু জঙ্গলের জার্নাল।

জঙ্গল তাঁর প্যাশন। বন্দুক হাতে তিনি স্বচ্ছন্দ শিকারী। ‘যৌবনে বাঘ শিকার’ নেহাত কথার কথা হয়ে থাকেনি ঋজুদার স্রষ্টার কাছে। তবে শিকারের থেকে অনেক বেশি টানত বন। জঙ্গলের নিলাজ প্রকৃতি। দুম করে অরণ্যচারী হয়ে ওঠা নয়, পারিবারিক পরম্পরাও ছিল। তাঁর বাবা জঙ্গল থেকে আহত ভালুকের ছানা এনে তুলেছিলেন বাড়িতে। তিনিই আজীবন অরণ্যপ্রেমিক। বাবার সঙ্গে মাত্র দশ বছর বয়সে সহকারী হিসেবে জঙ্গলে যাওয়া শুরু করেন।

জন্ম ২৯ জুন ১৯৩৫। জন্ম বাংলাদেশের বরিশালে। রংপুর জেলায়। ছোটবেলার জীবন, বেড়েওঠার গল্প তিনি লিখেছেন ‘ঋভু’র কাহিনীতে। যে লেখার ছত্রে ছত্রে খুঁযে পাওয়া যায় এক অন্য বুদ্ধদেবকে। আমাদের চেনা মানুষটির থেকে যিনি অনেকটাই অন্যরকম।

 বালিগঞ্জের সানি টাওয়ার্সে এখনও তিনি মগ্ন মৈনাক। গান করেন। কণ্ঠের বিষাদটুকু ছুঁয়ে যায় সুরের মায়ায়। শূন্যতার মাধুরী তাঁকে অন্য পূর্ণতার খোঁজ দিয়েছে।      

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...