প্রাচীনকাল থেকেই সঙ্গীতের জগতে ভারতের অবদান খুব গুরুত্বপূর্ণ। তবে ৫০ থেকে ৮০'র দশকের সময়টা ছিল ভারতীয় চলচ্চিত্র ও সঙ্গীতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। তাই এই সময়কে ভারতীয় চলচ্চিত্র ও সঙ্গীত জগতের স্বর্ণযুগ বলা হয়। ভারতীয় সঙ্গীত ও চলচ্চিত্রের সেই ধারা আমরা আজও উত্তরাধিকার সূত্রে বহন করে চলেছি। আর ধারাকে এগিয়ে নিয়ে যেতে 'ইটারনাল সাউন্ডস' গঠন করেছেন ভারতীয় চলচ্চিত্র ও সঙ্গীত জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা। যারা হলেন স্টক মার্কেট এক্সপার্ট উৎসব পারেখ, জাতীয় পুরস্কার জয়ী চলচ্চিত্র নির্মাতা গৌরাঙ্গ জালান, শিল্পপতি মায়াঙ্ক জালান, উস্তাদ বিক্রম ঘোষ। সম্প্রতি 'টাটা ৪৪ ইস্ট'-এ 'ইটারনাল সাউন্ডস'-এর লঞ্চের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যেখানে উপস্থিত ছিলেন ঊষা উথুক, পরিচালক অরিন্দম শীল, সুরকার ওস্তাদ রশিদ খান, অভিনেত্রী জয়া শীল ছাড়াও বহু পরিচিত মুখ।
এই অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উস্তাদ বিক্রম ঘোষ বলেছেন, বহু মানুষ আজকাল সঙ্গীত তৈরি করছেন। 'ইটারনাল সাউন্ডস'-এর লক্ষ্য স্থায়ী সঙ্গীত তৈরিতে মনোনিবেশ করা। এখানে উল্লেখ্য করার মতো কিছু নাম হল হরিহরন, ঊষা উথুক, সোনু নিগম, শান, কবিতা শেঠ, মহালক্ষ্মী আইয়ার। তাছাড়াও বহু শিল্পীর সঙ্গে কাজ করা হবে। আন্তর্জাতিক কাজও করা হবে। যে ভারতকে গ্ৰ্যামি এনে দেবে।