কুম্ভমেলায় পদপিষ্ট হওয়ার ঘটনায় সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন এক আইনজীবী। এই মামলার উদ্দেশ্য, কুম্ভমেলার মতো উৎসবে ভিআইপি যাতায়াতের জন্য যাতে সাধারণ মানুষের কোন সমস্যা না হয়, সে কারণে রাজ্য সরকারের যথাযথ গাইডলাইন তৈরি করতে হবে।
এর পাশাপাশি, কুম্ভমেলায় ঘটে যাওয়া পদপিষ্টের ঘটনায়, যে সমস্ত কর্মী ও আধিকারিকদের গাফিলতি রয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
এছাড়াও, পদপিষ্টের ঘটনায় উত্তরপ্রদেশ সরকারের থেকে স্ট্যাটাস রিপোর্ট চাওয়ার অনুরোধ করা হয়েছে সর্বোচ্চ আদালতের কাছে।
প্রসঙ্গত, বুধবার গঙ্গা, যমুনা এবং অন্তঃসলিলা সরস্বতী— তিন নদীর সঙ্গমে মৌনী অমাবস্যায় ‘শাহি স্নান’ করতে গিয়ে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে। আনুমানিক রাত আড়াইটের সময় স্নানের উদ্দ্যেশ্যে লক্ষ লক্ষ মানুষ ভিড় জমিয়েছিল নদীতীরে। সেকারণে শুরু হয় ধাক্কাধাক্কি, হুড়োহুড়ি। তবে ব্যারিকেড থাকার কারণে সামনের সারির মানুষরা এগোতে পারেন না। কিন্তু পিছন থেকে ক্রমাগত মানুষের চাপের ফলে একসময় ব্যারিকেড ভেঙে যায়। ফলে মাটিতে পড়ে যান অনেক পুণ্যার্থী। আর তাদের মাড়িয়ে চলে যান পিছনের সারির অন্যেরা।
প্রত্যক্ষ্যদর্শীদের মতে, স্নানের পর কোথায় যাবেন, সেই ধারণা স্পষ্ট ছিল না অনেকের কাছেই।
 In English
 In English 
													

 
																									 
					     
					     
					     
					     
					     
					     
					     
					     
					     
					     
					    