গঙ্গার নিচ দিয়ে শুরু হল মেট্রো যাত্রা! শহরের তিন মেট্রো রুট উদ্বোধন করল প্রধানমন্ত্রী

১৯৮৪ সালের ২৪ অক্টোবর কলকাতা শহরেই প্রথম মেট্রো চলাচল শুরু হল। তার ঠিক চল্লিশ বছর পর আরও এক ধাপ এগিয়ে গিয়ে সকলের নজির গড়ল পশ্চিমবঙ্গ। মেট্রো ইতিহাসে এক নতুন ইতিহাস গড়ল শহর কলকাতা। প্রায় দীর্ঘদিনের অপেক্ষা! অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল।

এই প্রথম দেশে গঙ্গার নীচ দিয়ে মেট্রো চলাচল শুরু হল কলকাতা শহরে! এবার গঙ্গার তলা দিয়ে ছুটবে ট্রেন। গঙ্গার থেকে প্রায় ৩৩ মিটার নীচে তৈরি হয়েছে এই ইস্ট-ওয়েস্ট মেট্রোর জোড়া সুড়ঙ্গ। নদীখাতের থেকে আরও ১৩ মিটার গভীরে পলিমাটির ভিতর দিয়ে গিয়েছে সেগুলি। জোড়া সুড়ঙ্গের ভেতর দিয়ে চলবে মেট্রো। তবে সেই সুড়ঙ্গের কোথাও নেই জল। এই সুরঙ্গ রয়েছে নদীখাতের পলিমাটির মধ্যে। অর্থাৎ প্রত্যেক মেট্রোযাত্রীরা নীচে দিয়ে যাবেন এবং তাঁদের মাথার উপর দিয়ে বয়ে যাবে গঙ্গা।   

image_2024_03_06T06_48_50_984Z

৬ মার্চ অর্থাৎ আজ, বুধাবারেই উদ্বোধন হল সেই মেট্রো রুট অর্থাৎ ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান-এসপ্ল্যানেড অংশটি। এই রুট উদ্বোধন করতেই মঙ্গলবার বাংলায় ফের এসেছেন ভারতের প্রধানমন্ত্রী, নরেন্দ্র মোদি।

এদিন এই মেট্রো রুট ছাড়াও প্রধানমন্ত্রী আরও দুটি মেট্রো রুট উদ্বোধন করলেন। নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রোপথের নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত ৫.৪ কিলোমিটার এবং জোকা-তারাতলা মেট্রোপথের মাঝেরহাট- তারাতলা পর্যন্ত ১.২৫ কিলোমিটার অংশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।

সকালে সড়কপথ ধরে এস্প্ল্যানেড স্টেশনে পৌঁছে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। এদিন সবুজ পতাকা নেড়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস, শুভেন্দু অধিকারী এবং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উপস্থিতিতেই উদ্বোধন করলেন তিনি। এছাড়া জানা গিয়েছে যে আজকে কলকাতায় ৩ মেট্রো রুটের সাথেই আরও পাঁচটি মেট্রো প্রকল্পের উদ্বোধন করেছেন তিনি।    

এই ইতিহাসের সাক্ষী হতেই এসপ্ল্যানেড স্টেশনে বহু সাধারণের সমাগম হয়েছে। স্টেশন চত্বরে জমে উঠেছে ভীড়। দেখা গিয়েছে যে মেট্রো স্টেশন চত্বর ঘুরে দেখে জনতার উদ্দেশে হাতও নাড়িয়েছেন মোদী।

আজ উদ্বোধনের পর তিনি প্রথমে এস্প্ল্যানেড থেকে মেট্রোতে চড়েন। সেই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী হয়েছেন স্কুলপড়ুয়ারা। দেখা গিয়েছে যে ছোট্ট পড়ুয়াদের সাথে গল্পে মেতে উঠেছিলেন তিনি। গঙ্গার তলা দিয়ে যাত্রা করলেন তিনি৷ এর পরে সেই রুট ধরেই ফের ফিরে আসেন তিনি৷ এছাড়া এদিন তিনি মেট্রো আধিকারিকদের সঙ্গে সমস্ত বিষয়ে কথা বলেছেন।  

ফলে, চালু হয়ে গেল গঙ্গার তলা দিয়ে মেট্রো যাত্রা! এছাড়া চালু হল নিউ গড়িয়া-রুবি মেট্রোপথ এবং জোকা-তারাতলার মাঝেরহাট মেট্রোপথ।

তবে, জানা গিয়েছে যে এই মেট্রোপথ আপাতত এখনই সাধারণ মানুষের জন্য খোলা হচ্ছে না। কিন্তু আশা রয়েছে যে আগামী কয়েকদিনের মধ্যেই এই পথ ধরেই মেট্রো চড়ে যাতায়াত করতে পারবেন সাধারণ মানুষ।

এছাড়া শোনা যাচ্ছে এই হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর V, গোটা ইস্ট-ওয়েস্ট মেট্রো রুটটি পুরোপুরি চালু হতে পারে চলতি বছরের জুন কিংবা জুলাই মাসের মধ্যে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...