মাদ্রিদে মমতার সঙ্গে লা লিগার চুক্তি, সিদ্ধান্তে খুশী কিংবদন্তী সৌরভ গঙ্গোপাধ্যায়

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই একটা ইঙ্গিত দিয়েছিল যে বাংলার ফুটবলের জন্য কোনও চমক থাকতে পারে। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় স্পেন সফরে গিয়েছেন। সেখানে যাওয়ার তার লক্ষ্য ছিল বাংলার ফুটবলের উন্নতি এবং আধুনিকীকরণের দিকে চোখ রাখা। অবশেষে এই সফরে থেকেই এক বড়সড় সুখবর দিলেন বাংলার মুখ্যমন্ত্রী।

জানা গিয়েছে যে ফের বাংলার ফুটবলের সঙ্গে জুড়বে স্পেন। তবে কোনও ক্লাবের সঙ্গে নয়, এবার সরাসরি লা লিগা জুড়বে বাংলার সঙ্গে। বৃহস্পতিবার এক বৈঠকে লা লিগা কর্তৃপক্ষের সঙ্গে বাংলায় ফুটবল অ্যাকাডেমি গড়া নিয়ে একটি মউ স্বাক্ষরিত হয়েছে। লা লিগার প্রেসিডেন্ট জাভিয়ার তেভাসের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বৈঠক হয়। 

WhatsApp-Image-2023-09-15-at-12_11zon

এই বৈঠকে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। অন্যদিকে রয়েছিলেন বাংলার ৩ প্রধান ক্লাব ইস্টবেঙ্গল-মোহনবাগান-মহমেডানের কর্তারা, রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়, শিল্প দফতরের প্রধান সচিব বন্দনা যাদব, মোহনবাগান কর্তা দেবাশিস দত্ত, মহমেডান কর্তা ইশতিয়াক আহমেদ, ইস্টবেঙ্গলের স্পন্সর ইমামির আদিত্য আগরওয়াল এবং স্পেনে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ পট্টনায়েক

বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন যে খুব শীঘ্রই কলকাতায় ফুটবল অ্যাকাডেমি গড়তে চলেছে লা লিগা কর্তৃপক্ষ। তিনি বলেন যে লা লিগার কর্তৃপক্ষের ইতিবাচক বৈঠক আমাদের সঙ্গে হয়েছিল। আলোচনার শেষে উভয় পক্ষের মধ্যে একটি মউ স্বাক্ষরিত হয়েছিল। কলকাতায় একটি ফুটবল অ্যাকাডেমি তৈরি করা হবে লা লিগা কর্তৃপক্ষের দ্বারা। খুব দ্রুত লা লিগার কর্তারা কলকাতায় আসবেন। সব ধরনের সাহায্য আমাদের তরফ থেকে প্রদান করা হবে। কোনও সমস্যা উত্থান করা হবে না। একটি বিশ্বমানের ফুটবল অ্যাকাডেমি তৈরি করে বাংলার ফুটবলের উন্নতি হতে বাধ্য থাকবে, এবং সেখান থেকে মেসি ও রোনাল্ডোর মত প্লেয়ার তৈরি করতে সমর্থ হতে হবে।

লা লিগার প্রেসিডেন্ট জাভিয়ের তেভাস এই বিষয়ে খুবই আশাবাদী। তিনি বলেন, “যদি বিভিন্ন ক্লাব এবং রাজনৈতিক নেতৃত্ব সাহায্য করে, তাদের সমন্বয়ে ফুটবলের প্রসার সম্ভব।' তার লক্ষ্য হলো বাংলার ফুটবলের উন্নতি এবং তিনি আশ্বাস দেন, শীঘ্রই বাংলায় ফুটবল সম্পর্কে কাজ শুরু করবেন লা লিগা-এ। বাংলার ফুটবল সংস্কৃতির প্রশংসা করে তাভেজ এটির জন্য সকলের সহযোগিতা চায়, এই বাংলার ফুটবল প্রতিভার মধ্যে কোনও অভাব নেই। ভারতীয় ফুটবলের শ্রেষ্ঠ খেলোয়াড়ের মধ্যে কয়েকটি বাংলার তথ্য উল্লেখ করে তাভেজ বলেন, 'আমরা এই বাংলার ফুটবল সংস্কৃতির উন্নয়নে কাজ করতে প্রস্তুত।“

বিশেষজ্ঞদের মতে বাংলার ফুটবলের ভবিষ্যেতের স্বার্থে এটি একটি বড় সিদ্ধান্ত। এই বৈঠকের শেষে কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায় এই চুক্তিতে খুবই খুশী। তিনি বলেন,”গোটা ভারতের কাছে অসাধারণ এক মুহূর্ত হতে চলেছে। আশাকরি স্প্যানিশ ফুটবল কলকাতার বুকে আলাদা দৃষ্টান্ত গড়তে পারবে। আপনারা শুধু একবার আসলে বুঝতে পারবেন কেন কলকাতা এই অ্যাকাডেমি গডে তোলার জন্য আদর্শ জায়গা।”

এটা শেয়ার করতে পারো

...

Loading...