এই শীতেই পর্যটকদের জন্য এক জোড়া উপহার নিয়ে সেজে উঠছে কলকাতার বি গার্ডেন!

শীত এসে গেছে! এবার কলকাতার রাস্তায় পর্যটকদের ভীড় শুরু। পিকনিক, ঘুরতে যাওয়া, পার্টি করা এবার চলতেই থাকল। ছুটির দিন এলেই ঘুরু ঘুরু মন। শীতের শহরে সেজে উঠছে গোটা কলকাতা শহর। আলোয় মোড়া পার্কস্ট্রিটের সৌন্দর্য দেখতে ভীড় করে অনেকে।

এবার সেজে উঠছে আরও এক দর্শনীয় স্থান। কলকাতার বিখ্যাত বোটানিকাল গার্ডেন। এবারের শীতের মরশুমে নিরিবিলিতে প্রকৃতির সঙ্গে সময় কাটাতে সেরা ঠিকানাই হল এই স্থান।

1606421933_botanic-garden

এই শীতে পর্যটকদের জোড়া উপহার দিতেই প্রস্তুতি চলছে সেখানে। পর্যটকদের মিলতে পারে এক জোড়া উপহার। পর্যটকদের জন্য শুরু হতে চলেছে বোটিং এবং ক্যাফেটেরিয়া পরিষেবা।

বর্ষা শেষ হলেই বাগানের মালিদের চরম ব্যস্ততা দেখা যায়। এবারও সেটাই দেখা গিয়েছে। প্রতিবছর শীতের মরশুমে বি গার্ডেন সেজে উঠে চেনা অচেনা হাজারো গাছ ও বাহারী ফুলে।

কিন্তু বি গার্ডেন নামটা শুনলেই এক কথায় মনে পড়ে যায় সেই ‘ঐতিহাসিক বটগাছ’ টির কথা। ২৫০ বছরেরও বেশি বয়স এই গাছটির। এটাই হল পর্যটকদের মূল আকর্ষণের কেন্দ্র। দূর দূরান্ত থেকে পর্যটক ছুটে আসে এই গাছটিকে দেখতে।  সঙ্গে আছে গোলাপবাগান এবং অ্যাকোয়াটিক প্ল্যান্টের আকর্ষণ। তবে এই আকর্ষণকেই বোটিং এবং ক্যাফেটেরিয়া পরিষেবা এনে আরও দ্বিগুন করছে কর্তৃপক্ষ।

দেখা গিয়েছে সারা বছরের থেকে ডিসেম্বর – জানুয়ারিতে মাসেই সর্বাধিক পর্যটক আসেন। সেই জন্য এই সময় চলছে বাগান গোছানোর সমস্ত কাজ।

দীর্ঘদিন আগেই বোটানিক্যাল গার্ডেন প্লাস্টিকমুক্ত জোন হয়ে গিয়েছে। সেই দিকটা খেয়াল রেখে এই উদ্যোগটি নিয়ে কর্তৃপক্ষ। একই সঙ্গে খাবারের সুবিধা পেলে আরও বেশি করে আকৃষ্ট হবেন পর্যটক।

জানা গিয়েছে বোটিং এবং ক্যাফেটেরিয়ার পরিষেবা চালু করতে কাজ চলছে দ্রুত গতিতে। এই প্রসঙ্গে জয়েন্ট ডাইরেক্টর ডা: দেবন্দ্র সিং এক সংবাদ মাধ্যমে জানিয়েছেন যে, ‘‘পর্যটকদের আকর্ষণ বাড়াতে বোটিং এবং ক্যাফেটেরিয়া পরিষেবার কাজ চলছে। পাশাপাশি গার্ডেনে পর্যটকদের সুবিধার্থে ইলেকট্রিক যান চলাচলের পরিকল্পনাও চলছে।’’

এই কাজ শেষ হলেই দেরি না করে ঝটপট দিন বেছে চলে যান। প্রকৃতির সাথে একটা দিন কাটিয়ে আসুন কলকাতার বি গার্ডেনে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...