এবার ইউনেস্কো ‘প্রিভিউ শো’-তে অংশগ্রহণ করছে ২৪ পুজো কমিটি সহ ২ ‘বনেদি বাড়ি’

কলকাতার দুর্গা পুজো উৎসব ফের সম্মানিত হল বিশ্বমঞ্চে। সেই গর্বিত মহিমা নিয়ে ‘প্রিভিউ শো' প্রদর্শন করা হবে পুজোর আগে, ঠিক এমনটাই বুধবার জানিয়েছে আয়োজকরা। ২৪টি পুজো কমিটি সহ ২টি ‘বনেদি বাড়ি’র পুজো বেছে নিয়েছে ইউনেস্কো ‘প্রিভিউ শো’তে। ১১ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত চলবে এই উৎসব। 

ইউনেস্কো 'প্রিভিউ শো'টি, কলকাতার টাউন হলে আয়োজিত করা হয়েছে। সেখানে দর্শকদের প্যান্ডেলের অনন্য বৈশিষ্ট্য, প্রতিমা এবং সামগ্রিক সাজসজ্জার প্রতীকী আভাস পেতে সাহায্য করবে।

d-1

এই উদ্যোগটি ২০২১ সালে কলকাতা দুর্গা পুজোকে একটি ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ (ICH) পরিচয় দেওয়া হয়েছিল। এটি আনুষ্ঠানিকভাবে জনসাধারণের জন্য সামনে তুলে ধরার আগে, দর্শকদের কাছে শৈল্পকলার প্রশংসা পাওয়ার একটি জায়গা তৈরি করার লক্ষ্যে প্রদর্শিত হতে চলেছে।

কলকাতা শহরে একটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, 'ম্যাসআর্ট', ইউনেস্কো এবং ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতা করে আয়োজিত হয়েছে। এই অনুষ্ঠানে কূটনীতিক, পর্যটক এবং শিল্পপ্রেমীকরা অংশ নিতে চলেছে। ২০ থেকে ২৪ অক্টোবরের মধ্যে দুর্গাপূজা উৎসব অনুষ্ঠিত হবে। এই ইভেন্টে যারা উপস্থিত থাকবেন তারা প্রকৃত প্যান্ডেলগুলি দেখার একটি বিশেষ সুযোগ পাবেন। ‘ম্যাসআর্ট’-এর উপাধ্যক্ষ সায়ন্তন মৈত্র বলেছেন, "আমাদের লক্ষ্য দুর্গা পুজো কে বিশ্বের সবচেয়ে মহৎ শিল্প উৎসব হিসেবে প্রমোট করা, কারণ আমরা এই দৃশ্যটি একটি অনন্য প্রকার মনে করি।"

২৪ টি প্যান্ডেল প্রতিষ্ঠিত হয়েছে, তার মধ্যে কাশী বোস লেন পুজো  কমিটি রয়েছে, যাদের সাধারণ সম্পাদক সোমেন দত্ত ইউনেস্কোর প্রাপ্তির জন্য গর্ব অনুভব করেছেন। তিনি বলেন, তাদের লক্ষ্য কলকাতা এবং বাংলায় দুর্গা পুজোর অনন্য ঐতিহ্য, সংস্কৃতি এবং সৌন্দর্য প্রদর্শন করা।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...