আজকেও দেখতে পাবেন ছায়াশূন্য শহর। কিভাবে সম্ভব হচ্ছে এই ম্যাজিক মুহূর্ত?

কাল ৫ জুন ছিল ‘জিরো শ্যাডো ডে’ (Zero Shadow Day) অর্থাৎ ছায়াশূন্য দিন। সকাল ১১.৩৫ মিনিটে সল্টলেক বিধাননগর এলাকায় মানুষ সাক্ষী হয়েছিল ম্যাজিক মুহূর্তের। রাস্তা দিয়ে হাঁটছে মানুষজন, চলছে গাড়ি-ঘোড়া অথচ উধাও ছায়া। মাথার উপর সূর্য থাকলেও, কোনও ছায়া পড়ল না মাটিতে, যা বছরে মাত্র দু’বার ঘটে থাকে, আর এই মুহূর্তকেই বলা হয় ‘জিরো শ্যাডো ডে’।

আজকেও সেই বিশেষ মুহূর্তের সাক্ষী থাকতে চলেছে উত্তর ২৪ পরগনা জেলার সদর শহর বারাসাত ও সংলগ্ন মধ্যমগ্রাম এলাকার মানুষজন। কলকাতা অ্যাস্ট্রোনমি সেন্টারের প্রতিষ্ঠাতা সদস্য অনুপম নস্কর জানিয়েছেন, আজ ১১.৩৫ মিনিট থেকে ১১.৪১ মিনিটের মধ্যে এই এলাকা থাকবে জিরো শ্যাডো ডে।

কীভাবে হয় জিরো শ্যাডো ডে?  কী করে সম্ভব এই ম্যাজিক মুহূর্ত?

মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছেন, সূর্য পৃথিবী পৃষ্ঠের সঙ্গে ৯০ ডিগ্রি কোণ করে অবস্থান করলে এই ঘটনা ঘটে। কোনও ব্যক্তি বা বস্তুর ছায়া কয়েক মিনিটের জন্য পুরোপুরি অদৃশ্য হয়ে যায়। কারণ, সূর্যের অবস্থানের নিরিখে মাটিতে দাঁড়িয়ে থাকা ব্যক্তির ছায়া, তাঁরই পায়ের নিচে হারিয়ে যায়।

পৃথিবী যে অক্ষের ওপর ভর করে সূর্যের চারদিকে ও নিজের চারদিকে ২৪ ঘণ্টায় পাক খাচ্ছে, এই দুটি অক্ষ পরস্পরের থেকে সাড়ে ২৩ ডিগ্রি হেলে রয়েছে। ২২ ডিসেম্বর থেকে শুরু করে মকরক্রান্তি রেখা থেকে ধীরে ধীরে প্রতিদিন সূর্য ঠিক মাথার ওপর আসে দুপুরবেলা। একে সূর্যের উত্তরায়ণ বলে। ২০ বা ২১ জুন থেকে শুরু হয় সূর্যের দক্ষিণায়ন। সেইদিন থেকে কর্কটক্রান্তি রেখার দক্ষিণ দিকে ধীরে ধীরে সূর্য একেকটি জায়গায় দুপুরবেলা মাথার উপর আসে কিছুক্ষণের জন্য। ওই দুই দিনকেই ‘ছায়াশূন্য দিবস’বা ‘জিরো শ্যাডো ডে’বলে।

সামনে জুলাই মাসেই ফের ছায়াশূন্য হবে কলকাতা। বিড়লা তারামণ্ডলের তরফে জানানো হয়েছে, আগামী ৮ জুলাই বেলা ১১টা বেজে ৪১ মিনিট ২৪ সেকেন্ডে চলতি বছর দ্বিতীয়বারের জন্য ছায়াশূন্য হতে চলেছে মহানগর।

শুধু কলকাতাই নয়, এই বছরে মুম্বই এবং বেঙ্গালুরুও এই ছায়াহীন সময়ের সাক্ষী হয়েছিল। গত ২৫ এপ্রিল বেঙ্গালুরুর বাসিন্দারা প্রত্যক্ষ করেছিলেন এই জিরো শ্যাডো ডে। কয়েক মুহূর্তের জন্য ছায়াহীন হয়ে গিয়েছিল গোটা শহর। গত ১৫ মে মুম্বই শহর ছায়াহীন হয়ে গিয়েছিল। মুম্বই শহরে প্রতিবছর ১৫ মে এবং ২৮ জুলাই জিরো শ্যাডো ডে পালিত হয়।

এটা শেয়ার করতে পারো

...

Loading...