এবছরের অ্যানুয়াল এডুকেশন ওয়ার্ল্ড ইন্ডিয়া স্কুল র‍্যাঙ্কিং-এ কলকাতার স্থান, কোন কোন স্কুল রয়েছে সেরা ১০-এর মধ্যে?

এবার শিক্ষার দিক থেকেও উঠে এল কলকাতার নাম। সবকিছু থেকেই এগিয়ে পড়ছে কলকাতা। সম্প্রতি প্রকাশ্যে এল অ্যানুয়াল এডুকেশন ওয়ার্ল্ড ইন্ডিয়া স্কুল র‍্যাঙ্কিং ২০২৩-২০২৪। আর সেই তালিকাতেই রয়েছে কলকাতার বহু স্কুল। দেশের অনেক রাজ্যের থেকেই এগিয়ে রয়েছে কলকাতার বহু স্কুলগুলি।

এই র‍্যঙ্কিং-এ ডে স্কুল  থেকে শুরু করে বোর্ডিং স্কুল, আন্তর্জাতিক স্কুল, সরকারি স্কুল, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য স্কুল এবং সমাজসেবামূলক স্কুল (ফিলানথ্রপি), ইত্যাদি সমস্ত স্কুলের মধ্যে সমীক্ষা করে মূল্যায়ন করা হল।  অধিকাংশ তালিকাতেই রয়েছে কলকাতার বহু বেসরকারি- সরকারী স্কুল। তাহলে এবার দেখে নেওয়া যাক, কোন তালিকায় কোন কলকাতার স্কুলগুলি এগিয়ে রয়েছে।

1658117724_icse-2

ভারতের রাজ্য সরকারি স্কুলগুলির মধ্যে সেরা ১০-এ আট নম্বরে রয়েছে কলকাতার স্কুল। সেই স্কুলের নাম হল যাদবপুর বিদ্যাপীঠ। দেশব্যাপী ৮ নং স্থান পেয়েছে এই স্কুলটি। ভারতের ফিলানথ্রপি স্কুলের মধ্যে সেরা ১০-এ কলকাতার ফিউচার হোপ স্কুল, দেশের মধ্যে ৭ নং স্থানে। 

গার্লস ডে স্কুলের মধ্যে সেরা দশে, ৩ নম্বর স্থান অর্জন করেছে কলকাতার মডার্ন হাই স্কুল ফর গার্লস। অন্যদিকে, সুশীলা বিড়লা গার্লস স্কুল দেশব্যাপী ১০ নম্বরে স্থান পেয়েছে।

বয়েজ ডে স্কুলের মধ্যে সেরা দশে, দেশব্যাপী ৩ নম্বরে রয়েছে কলকাতার ময়রা স্ট্রিটের বিড়লা হাই স্কুল। পার্ক সার্কাসের ডন বস্কো স্কুল দেশব্যাপী ৬ নং স্থান পেয়েছে। অন্যদিকে দেখা যাচ্ছে শুধু কলকাতা নয়, হাওড়াও রয়েছে এই তালিকায়। সারা দেশে ৭ নম্বরে রয়েছে লিলুয়ার, এমসি কেজরিওয়াল বিদ্যাপীঠ।

ভিনটেজ-লেগ্যাসি গার্লস ডে স্কুলের মধ্যে কলকাতার লা মার্টিনিয়ার ফর গার্লস দেশব্যাপী র‍্যাঙ্কিং-এ ৩ নম্বরে রয়েছে। অন্যদিকে  দেশব্যাপী ৪ নং স্থানে লরেটো হাউস, মিডলটন রয়েছে। 

ভিনটেজ-লেগ্যাসি বয়েজ ডে স্কুলের মধ্যে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুল দেশব্যাপী ৩ নম্বরে আছে। কলকাতার লা মার্টিনিয়ার ফর বয়েজ দেশব্যাপী ৪ নং স্থানে এবং কলকাতার সেন্ট লরেন্স হাই স্কুল দেশব্যাপী ১০ নম্বর স্থান পেয়েছে।

তবে, কো-এড ডে স্কুলের তালিকায় প্রথম দশে কলকাতার কোনও স্কুল স্থান পায়নি। দেখা গিয়েছে, প্রথম ১০০-র তালিকার মধ্যে ১৪টি স্কুল কলকাতার। আর কো-এড ডে কাম বোর্ডিং স্কুলের তালিকায় সেরা ১০০টি স্কুলের মধ্যে কলকাতার দু’টি স্কুল স্থান পেয়েছে। 

এটা শেয়ার করতে পারো

...

Loading...