পুজোর দিনে মেট্রো চলবে মাঝ্রাত পর্যন্ত, দেখুন সময়সূচী সহ সব তথ্য

প্রতি বছরের মতই এবারেও মেট্রো রেলওয়ে দুর্গাপুজোর দিনগুলোতে মাঝরাত পর্যন্ত পরিষেবা দেবেন বলে জানিয়েছে। কলকাতা এবং সংলগ্ন অঞ্চলের বিখ্যাত পুজোগুলো দেখার জন্য ইস্ট-ওয়েস্ট মেট্রোয় মাঝরাত পর্যন্ত মেট্রো চালাবে। মেট্রো রেলওয়ে কলকাতার মুখ্য জনসংযোগ আধিকারিক, কৌশিক মিত্র এই বিষয়ে জানিয়েছেন। সপ্তমী, অষ্টমী ও নবমী এই তিন দিন দেওয়া হবে মাঝরাত পরিষেবা।

1613590965_met2

চলতি বছরের ইস্ট-ওয়েস্ট মেট্রোর দুর্গাপুজোর সময়সূচি রইল।

জানা গিয়েছে, যাত্রীদের সুবিধার জন্য সপ্তমী (২১/১০/২৩), অষ্টমী (২২/১০/২৩) এবং নবমী (২৩/১০/২৩) মেট্রো ৭২টি পরিষেবা (৩৬টি ইস্ট-বাউন্ড এবং ৩৬টি ওয়েস্ট-বাউন্ড) দেবেন মেট্রোরেল কর্তৃপক্ষ।

মেট্রো চলবে বেলা ১১:৫৫ থেকে মধ্যরাত পর্যন্ত। প্রতি ২০ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে।

প্রথম পরিষেবা চালু হবে –

  • ১১:৫৫ শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ
  • ১২:০০ সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ

শেষ পরিষেবা দেওয়া হবে-

  • ২৩:৩৫ শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ
  • ২৩:৪০ সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ

মেট্রোরেল এটাও জানিয়েছেন যে, যাত্রীদের সুবিধার্থে দশমীর দিন (২৪/১০/২৩) ৪৮টি মেট্রো পরিষেবা (২৪টি ইস্ট-বাউন্ড এবং ২৪টি ওয়েস্ট-বাউন্ড) দেবে।

মেট্রো চলবে বেলা ১১:৫৫ থেকে রাত ৮ টা পর্যন্ত।এদিনও প্রতি ২০ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে।

প্রথম পরিষেবা চালু হবে-

১১:৫৫ শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ

১২:০০ সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ

শেষ পরিষেবা দেওয়া হবে-

১৯:৩৫ শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ

১৯:৪০ সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ

আবার ইস্ট -ওয়েস্ট মেট্রোয় স্বাভাবিক পরিষেবা (২৫/১০/২০২৩) অর্থাৎ বুধবার থেকে পাওয়া যাবে।

তবে রেল কর্তৃপক্ষ পার্পল লাইনে সপ্তমী (২১/১০/২৩), অষ্টমী (২২/১০/২৩), নবমী (২৩/১০/২৩) এবং দশমীর দিন (২৪/১০/২৩) জোকা থেকে তারাতলার  মধ্যে  কোনও মেট্রো পরিষেবা চালানো হবে না বলে জানিয়েছে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...