Kolkata Metro: বৃহস্পতিবারের পর ফের শুক্রবারেও অফিস টাইমে ভোগান্তির মুখে মেট্রো যাত্রীরা!

বৃহস্পতিবারের পর আবারও একই ঘটনা ঘটল শুক্রবার! অফিস টাইমে ফের মেট্রো বিভ্রাট। এদিন শ্যামবাজারে সিগন্যালিংয়ের সমস্যার কারণে দেরিতে চলছিল মেট্রো। ফলে, ভোগান্তির মধ্যে পড়তে হয় নিত্যযাত্রীদের।

জানা গিয়েছে যে এদিন সকাল ১০টা নাগাদ শ্যামবাজার স্টেশনে সিগন্যালিংয়ে সমস্যা দেখা দেয়। প্রথমে কিছুক্ষণের জন্য থামিয়ে দেওয়া হয় পরিষেবা। আর পরিষেবা বন্ধ থাকায় স্বাভাবিকভাবেই সমস্যার মধ্যে পড়েন সমস্ত যাত্রীরা। তখনই কেউ কেউ পরিষেবা স্বাভাবিক হওয়ার জন্য অপেক্ষা করেন। আবার কিছুজন অন্য উপায়ে গন্তন্যে পৌঁছনোর চেষ্টা করেন।

এরপর মেট্রোর তরফ থেকে পরিষেবা চালু করা হয়। কিন্তু ধীর গতিতে চলতে শুরু করে মেট্রো। সমস্ত স্টেশনেই স্বাভাবিকের তুলনায় বেশ সময় দাঁড়াচ্ছিল মেট্রো। এই প্রসঙ্গে কৌশিক মিত্র জানিয়েছেন যে সিগন্যালিংয়ের জন্যই এই সমস্যার মুখে পড়তে হয় যাত্রীদের। সমস্যার কাজও চালানো শুরু হয়ে গিয়েছিল।

প্রসঙ্গত, এই একই ঘটনা ঘটেছিল বৃহস্পতিবার। সকাল সকাল ময়দান স্টেশনে বিদ্যুৎ বিভ্রাটের জন্যেই অটোমেটেড সিগন্যাল ব্যবস্থায় সমস্যা তৈরি হয়। ফলে প্রথমে কিছুক্ষণ আপ ও ডাউন দুই লাইনেই পরিষেবা থেমে যায়। এদিন বেশিরভাগ স্টেশনেই মেট্রো ৫-১০ মিনিট করে দাঁড়িয়ে থাকছিল।  ময়দান ও নেতাজি ভবন স্টেশনের মধ্যে ধীর গতিতে মেট্রো চলাচল করে। টানেল ও প্ল্যাটফর্মের মাঝে অনেক আলো জ্বলছিল না। কাজ করেনি স্টেশনের ডিসপ্লে বোর্ড। মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছিল যে গত পরশু রাত সাড়ে ৩টে নাগাদ ময়দান স্টেশনে বিদ্যুৎ বিপর্যয়ের জেরে এই সমস্যা হয়। ময়দান, রবীন্দ্র সদন ও নেতাজি ভবন স্টেশনের মধ্যে ধীর গতিতে মেট্রো চলে থাকে।  

আবারও একই ঘটনা ঘটল শুক্রবার, ফলে বার বার এক ঘটনার মুখে পড়ায় ক্ষুব্ধ নিত্যযাত্রীরা।

এটা শেয়ার করতে পারো

...

Loading...