Kolkata Metro: জোকা-মাঝেরহাট মেট্রোপথে দ্বিগুণ ট্রেন চালাবে মেট্রোরেল কর্তৃপক্ষ

কলকাতার জোকা-এসপ্লানেড মেট্রো পরিষেবা নিয়ে যাত্রীদের বিড়াম্বনার শেষ নেই। দীর্ঘদিন ধরে এই মেট্রো স্টেশনে নামমাত্র পরিষেবা চালু রয়েছে। কিন্তু এ বার যাত্রীদের মধ্যে এই মেট্রোর গুরুত্ব বাড়াতে পদক্ষেপ নিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। এর ফলে ওই মেট্রোকে ঘিরে তৈরি হওয়া একাধিক জটিলতার দ্রুত অবসান হতে পারে।

জোকা-এসপ্লানেড মেট্রো স্টেশনের জটিলতাগুলিঃ

১। মেট্রোর সংখ্যা কম
২। ওই মেট্রোয় দু’টি ট্রেনের ব্যবধান প্রায় ৫০ মিনিট
৩। পরিষেবার সময়সীমা কম

জোকা-এসপ্লানেড মেট্রো স্টেশনের গুরুত্ব বাড়াতে পদক্ষেপঃ

১। প্রায় ২০ জন কর্মী এবং আধিকারিককে ওই মেট্রোপথের বিভিন্ন স্টেশনে বদলি
২। সোমবার থেকে ওই পথে আরও ১৮টি মেট্রো বাড়ছে
৩। আপ এবং ডাউন মিলে ২০টি করে মোট ৪০টি ট্রেন চলবে
৪। দু’টি ট্রেনের সময়ের ব্যবধান কমিয়ে ২২ মিনিটে আনা হবে
৫। আপাতত পরিষেবার সময় বাড়ছে না

এটা শেয়ার করতে পারো

...

Loading...