কলকাতা শহরে কবে থেকে শুরু হতে চলেছে চালকবিহীন মেট্রো? জানুন বিশদে

নতুন বছরে দেশ সহ শহর বহু চমক দিয়েছে সাধারণদের। এবার ফের আরও এক খুশির খবর দিল সকলকে। এবার কলকাতা শহর আধুনিক মেট্রো পরিষেবা পেতে চলছে।

ভারতের রাজধানী অর্থাৎ দিল্লির পর এবার কলকাতা শহরেও চলবে চালোকবিহীন মেট্রো।

জানা গিয়েছে আগামী দিনে সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোয় চলবে পাঁচটি রেক। এই সব রেকগুলোই চলবে চালকহীন অবস্থাতে। তবে, আপাতত কিছুদিন চালকহীন হলেও কেবিনে মোটরম্যান থাকবে। কারণ তিনিই গোটা বিষয়টা পর্যবেক্ষণ করবেন। কোনও অসুবিধে হলে তাঁকে হস্তক্ষেপ করতে হবে।

দেশে কলকাতা শহরে প্রথম মেট্রো চালু হয়েছিল। সাল ছিল ১৯৮৪। এবার সেখানেই অত্যাধুনিক পরিষেবা চালু হবে। তবে দিল্লিতে প্রথমে শুরু হয়েছে এই পরিষেবা। এবার কলকাতা।

জানা গিয়েছে যে চলতি বছরের আগামী মাস থেকেই শুরু হবে এই পরিষেবা। সেই অনুযায়ী বারবার পরীক্ষা চলছে নয়া প্রযুক্তির পাঁচটি রেক নিয়ে৷ ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের আটটি স্টেশনে চলবে চালকবিহীন মেট্রো। সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত চালানো হবে রেকগুলি।

জানা গিয়েছে যে এই চালকবিহীন মেট্রোটির রেকগুলি তৈরী করেছে বেঙ্গালুরু আর্থ মুভার লিমিটেড। একটা রেকে থাকবে ৬টা করে বগি। এছাড়া রাজ্যের সংস্কৃতির কথা মাথায় রেখে রেকের নকশা তৈরী হচ্ছে।

আরও জানা গিয়েছে যে এক বগি থেকে অন্য বগি যাওয়ার জন্য রাস্তা হবে অনেক চওড়া। এছাড়া সম্পূর্ণ শীতাতপ মেট্রোয় সাশ্রয় হবে বিদ্যুৎখরচ। যাত্রীদের সুবিধার জন্য প্রতি বগিতে থাকবে ‘টকিং পয়েন্ট’৷ যদি কোনও সমস্যা হয়, তাহলে সরাসরি স্টেশন ম্যানেজারের সঙ্গে কথা বলা যাবে।

জানা গিয়েছে যে এই প্রতি রেকের দাম ৬৫ কোটি টাকা এবং বিশেষ সফটওয়্যারের সাহায্যে চালক ছাড়াই ছুটবে মেট্রো।

প্রথম চার-মাস ট্রেনে থাকবেন মোটরম্যান। তারপর ধীরে ধীরে সরানো হবে চালক।ইস্ট-ওয়েস্ট মেট্রোর চারটি স্টেশনের কাজ দ্রুত শেষ করছে রেল।

অটোমেটিক ট্রেন অপারেশন সিস্টেম চালাতে গিয়ে নানা পরীক্ষা করছে কলকাতা মেট্রো রেল। এছাড়া জানা গিয়েছে যে এই পদ্ধতিতে ৭৪ কিমি/গতিবেগে মেট্রো ছোটানো হয়েছে। এরপর ধীরে ধীরে সেই গতি বাড়ানো হবে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...