Kolkata Metro: বৃহস্পতিবার সকাল সকাল ভোগান্তির মুখে পড়তে হয় মেট্রো যাত্রীদের! কী হয়েছিল?

বৃহস্পতিবার সকাল সকাল-ই মেট্রো ভোগান্তির মধ্যে পড়তে হয় যাত্রীদের! হঠাৎ কিসের জন্য সৃষ্টি হয় এই ভোগান্তির?

জানা গিয়েছে এদিন প্রতি স্টেশনেই প্রায় ১০ মিনিট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে চলছে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রো। আর তার ফলেই দুর্ভোগের মুখে পড়েছেন নিত্য অফিসযাত্রীরা। ৭টা ৩৬ মিনিটে শহিদ ক্ষুদিরাম থেকে যে মেট্রো ছেড়েছিল, সেটা রবীন্দ্রসদনে পৌঁছয় ৮টা ৪৭ মিনিটে। নেতাজি (কুঁদঘাট), মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) স্টেশনে ট্রেনটি দাঁড়িয়ে থাকে প্রায় অনেকক্ষণ।

সেইসময় স্টেশনে এবং মেট্রোর মধ্যে ঘোষণা করে নয় যে লাইন ‘ক্লিয়ার’ হলে তবেই ট্রেন ছাড়বে। কিন্তু এর পেছনে কী কারণ রয়েছে। এই বিষয়ে সেইভাবে না জানা গেলেও, মেট্রো কর্তৃপক্ষের দাবি যে সিগন্যালিংয়ের সমস্যার জন্য সাময়িকভাবে মেট্রো লেটে চলছিল।

এই প্রসঙ্গে কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন যে এদিন ট্রেনগুলো একটু ধীরে চলছিল। তবে, কোনও সময় ট্রেন বন্ধ হয়নি। পাওয়ার ট্রিপের জন্য সিগন্যালিংয়ে সমস্যা হয়েছিল। আর সেই কারণে ট্রেন চলাচল ধীর গতিতে হচ্ছিল। ৮.৫০ নাগাদ পরিষেবা স্বাভাবিক হয়ে গিয়েছে।

বৃহস্পতিবার মেট্রো চলাচলের শুরু থেকে এমনই এক খারাপ অবস্থার শিকার হলেন নিত্যযাত্রীরা।

এই সময়টা আসলে অফিস যাতায়াতের ব্যস্ত সময়। সেইস্ময় ট্রেন থেমে যাওয়া মানেই সমস্যা সৃষ্টি হওয়া। এদিন ট্রেন থেমে থেমে চলার কারণে যাত্রীরা ট্রেন থেকে নেমে রাস্তায় উঠে আসেন। ফলে ওই সময়ে ভিড় বেড়ে যায় বাসগুলিতেও। ব্যস্ত সময়ে পুরো নাজেহাল সময়ে অফিসযাত্রী এবং পড়ুয়ারা।

এটা শেয়ার করতে পারো

...

Loading...