হাফসেঞ্চুরির রেকর্ড করল কেএল রাহুল

দুরন্ত ফর্মে রয়েছেন ভারতীয় দলের ক্রিকেটার কেএল রাহুল। টানা দুই টি-টোয়েন্টি ম্যাচে ভারতের জয়ের ক্ষেত্রে অবদান রয়েছে রাহুলের। এর সাথেই তিনি করে ফেলেছেন একটি রেকর্ড।

উইকেটকিপার হিসেবে নিজের প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচে হাফ সেঞ্চুরি করেছেন রাহুল। এর আগে ভারতের হয়ে কোনও উইকেটকিপার টি-টোয়েন্টি ম্যাচে পরপর দুই ম্যাচে হাফ সেঞ্চুরি করেনি। এর আগে ভারতের হয়ে দুটি পঞ্চাশ ছিল এম এস ধোনির। রাহুল স্পর্শ করলেন তাঁকে। বাকি তিন ম্যাচের মধ্যে আর একটি হাফ সেঞ্চুরি করলেই তিনি টপকে যাবেন ধোনিকে। পন্থের জায়গায় এখন টি-টোয়েন্টিও উইকেটকিপার হিসেবে নিজের জায়গা করে নিয়েছে রাহুল। এর ফলে বিরাটের দল একজন অতিরিক্ত ব্যাটসম্যান হিসেবে মনীশ পান্ডেকে খেলাতে পারছে। দুই ম্যাচে তাঁর রান ৫৬ ও ৫৭। যেরকম ফর্মে তিনি রয়েছেন আগামী তিন ম্যাচে ধোনিকে টপকে যাবেন রাহুল।

এটা শেয়ার করতে পারো

...

Loading...