এবার তৃতীয় ছবি মুক্তির ফার্স্ট ডে ফার্স্ট শো-তে কেমন ঝড় তুলল শাহরুখ?

চলতি বছরে তৃতীয় বারের মতন এল শাহরুখ ঝড়! শীত হোক কি বর্ষা কিং খানের সিনেমা মানেই ফার্স্ট ডে ফার্স্ট শো। এটাই শাহরুখ ভক্তরা বিশ্বাস করেন। এবার ‘ডাঙ্কি’র প্রথম দিনের প্রথম শো দেখতেই ভীড় জমিয়েছেন দর্শকেরা।

পুরো কলকাতা, উত্তর থেকে দক্ষিণ সব জায়গাতেই দেখা গিয়েছে ভক্তদের জটলা, সেই উত্তেজনা। তবে, ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর থেকে ‘ডাঙ্কি’র উন্মাদনা কতটা সমান তালে চলল প্রথম শো’তে।

বছরের শুরুতেই ‘পাঠান’ নিয়ে বড় পর্দায় হাজির হয়েছিলেন কিং খান। এরপর গত সেপ্টেম্বর মাসে তাঁর দ্বিতীয় ছবি ‘জওয়ান’। এবার ‘ডাঙ্কি’।

1703140081_1703125897_dun1

শীতে হাড় কাঁপলেও দেখতে যেতেই হবে দর্শকদের। পরিস্থিতি যা-ই হোক না কেন, প্রথম শো শাহরুখ-ভক্তরা হাতছাড়া করতে রাজি নন।

ছবি দেখতে এসে এক অনুরাগীর থেকে শোনা গেল যে তিনি দুটো শোয়ের টিকিট কেটেছেন একসাথে। তাঁর কথায় বার বার একই রকমের ছবি হবে, সেটা তিনি একেবারেই আশা করেন না। কিন্তু ‘গুরুদেব’ আসছেন মানে প্রথম দিন ছবি দেখাটা বাধ্যতামূলক নিয়ম।

কলকাতা শহরে ‘পাঠান’-এর প্রথম শো ছিল সকল ৬টা ৪৫ মিনিটে। ‘জওয়ান’-এর শো ছিল ভোর ৫ টায়। তবে, ‘ডাঙ্কি’র শো কিছুটা পিছিয়ে গিয়েছে। ছবির পরিবেশকদের পক্ষ থেকে জানা গিয়েছিল যে ডিসেম্বরের ঠান্ডার কথা ভেবে এই সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা।

বৃহস্পতিবার সকালে প্রেক্ষাগৃহ ‘হাউসফুল’ থাকলেও অনুরাগীদের মধ্যে উন্মাদনা বেশ কমই ছিল। ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর মতন এবারে চোখে পড়েনি শাহরুখের কাট আউট কিংবা ব্যানার।   

এই প্রসঙ্গে এক দর্শক জানিয়েছেন যে শীতের সকালে সব আয়োজন করা মুশকিল। তাই আগে ছবি, তারপর সারাদিন ধরে উদযাপন চলবে।

সবাই মনে করছেন খানের আগের ছবির মতন এই ছবি ঘিরে উৎসাহ বেশ কিছুটা কম। এখানে অ্যাকশন নেই। শাহরুখকে দেখা গিয়েছে কমেডি চরিত্রে। তাই জন্যই কি উন্মাদনা কম?

এই প্রশ্নের উত্তর দিল বৃহস্পতিবারের সকালের ফার্স্ট শো। এক প্রেক্ষাগৃহে মালিক বললেন যে এই ছবি হল আবেগের। তার উপর পরিচালক রাজকুমার হিরানি। তাই ছবি ভাল হলে পরে ধীরে ধীরে ভিড় বাড়বে। আর তাই প্রথম শোয়ের ভিড় দিয়ে কিছু বিচার করা খুবই মুশকিল।

প্রসঙ্গত, শাহরুখ খান অভিনীত ‘ডাঙ্কি’ ছবিটির অন্যান্য চরিত্রে রয়েছেন প্রথম সারির অভিনেতারা। বোমান ইরানি, তাপসী পান্নু এবং ভিকি কৌশল সহ বহু অভিনেতা। এই চার বন্ধুর গল্প নিয়ে পুরো সিনেমা। বেশ অন্য ধারার ছবি হয়েছে।

অন্যদিকে, এই মাসেই মুক্তি পেয়েছে দক্ষিণী তারকা প্রভাসের ছবি ‘সালার’। গত কয়েক বছরে দক্ষিণী ছবি হার মানিয়েছে বলিউডকে। তবে শাহরুখ খান আসতে সেই ধারা বদলে গেল। সবার মনে একটাই প্রশ্ন ‘ডাঙ্কি’ কি পারবে সেই ধারা পরিবর্তন করতে? উত্তর অবশ্য সময় বলবে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...