অনির্বাণের গানে নাচছেন মাসাইমারার কিলি পল, সোশ্যাল মিডিয়া বলছে ‘দারুণ’!

সোশ্যাল মিডিয়ায় তিনি জনপ্রিয় মুখ। ভারতীয় গানের তালে তাঁর নাচ আর অভিব্যক্তি মুগ্ধ করে উপমহাদেশের দর্শকদের। কোনও কোনও ভিডিয়োতে তিনি থাকেন একা, কোনও ভিডিয়োতে সঙ্গী হয় বোন। কথা হচ্ছে তাঞ্জানিয়ার ইনফ্লুয়েন্সার কিলি পলকে নিয়ে।

এতদিন তাঁর বলিউড ম্যাজিকে মুগ্ধ হয়েছে দুনিয়া, এবার কিলি বাংলা গানের ছন্দে নাচলেন। তাও আবার জিৎ-অনির্বাণের গানে। এই ভিডিয়োতেও তাঁর সঙ্গী বোন নিমা পল।

সম্প্রতি মুক্তি পেয়েছে 'আবার বিবাহ অভিযান' -এর টাইটেল সং। জিৎ গঙ্গোপাধ্যায়ের সুরে গানটি লিখেছেন এবং গেয়েছেন অনির্বাণ ভট্টাচার্য এবং দেবরাজ ভট্টাচার্য। সেই গানের সঙ্গেই নাচলেন কিলি পল। তাঁর সদ্য শেয়ার করা ভিডিওর ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছে 'আবার বিবাহ অভিযান' –এর গানটি।

চলতি মাসেই ২৫ মে মুক্তি পেতে চলেছে ‘আবার বিবাহ অভিযান’। সৌমিক হালদার পরিচালিত 'আবার বিবাহ অভিযান' র প্রেক্ষাপট থাইল্যান্ড। দজ্জাল বউদের কবল থেকে কিছুদিনের জন্য রেহাই পেতে থাইল্যান্ডে পাড়ি দেবেন রজত, গণশা ও অনুপম।অনির্বাণ ভট্টাচার্য,অঙ্কুশ হাজরা ও রুদ্রনীল ঘোষ। মজা করতে গিয়ে কোন বিপদে পড়লেন তাঁরা আর কীভাবেই বা উদ্ধার পেলেন সেটা জানতে অপেক্ষা করতে হবে জামাই ষষ্ঠী পর্যন্ত। তাঁদের দজ্জাল স্ত্রীরা সোহিনী সরকার,প্রিয়াঙ্কা সরকার ও নুসরত ফারিয়া। দেখা যাবে সৌরভ দাসকেও।

২০১৯ সালে মুক্তি পেয়েছিল বিবাহ অভিযান। ছবিটি পরিচালনা করেন বীরসা দাশগুপ্ত। এটি তারই সিক্যোয়েল ছবি।

এটা শেয়ার করতে পারো

...

Loading...