কীভাবে বুঝবেন আপনার শিশু কিডনির সমস্যায় ভুগছে?

কিডনির সমস্যা বড়োদের অসুখ। কিডনি সংক্রান্ত রোগে শিশুরা সেভাবে আক্রান্ত হয় না- অনেকেই এই ধারণা রাখেন। কিন্তু এই ভাবনা একেবারেই ভুল। বড়োদের মতো ছোটরাও কিডনির সমস্যায় আক্রান্ত হয়। জন্ম থেকেই কিডনির সমস্যা আসতে পারে। প্রতি হাজার শিশুতে গড়ে ৩-৬ জন জন্ম থেকেই কিডনির ত্রুটি নিয়ে জন্মাতে পারে।

শিশু মাতৃগর্ভে থাকার সময়ই আলট্রাসনোগ্রাম করলে এই ত্রুটি বোঝা যায়। পলিসিস্টিক কিডনি ডিজিজ ও মাল্টিসিস্টিক কিডনি ডিজিজ হলে শিশুদের কিডনিতে সিস্ট দেখা যায়। হাইড্রোনেফ্রোসিস হলে কিডনির আকার বড় হয়। সাধারণত জন্মগতভাবে মূত্রতন্ত্রে কোনও ত্রুটি থাকলে এ সমস্যা দেখা দেয়। সঠিক চিকিৎসায় সেরে যায় সমস্যা। সার্জারি করার দরকার পড়ে।

কিডনির সমস্যায় আক্রান্ত হলে শিশুর শরীরে একাধিক লক্ষণ দেখা দেয়-

কিডনি সংকটে পড়লে শিশুর শরীরে নানা প্রদাহ দেখা দেয়। এ ছাড়া চোখ–মুখসহ পুরো শরীর ফুলে যাওয়া, প্রস্রাবের রং বদলে যাওয়া, প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া, প্রস্রাবের সঙ্গে রক্তক্ষরণ, রক্তচাপ বেড়ে যাওয়া, প্রস্রাব করতে সমস্যা হওয়া ইত্যাদি সমস্যা হয়।

কিডনি রোগ দ্রুত শনাক্ত করার জন্য উপসর্গগুলোর প্রতি লক্ষ রাখা জরুরি। প্রস্রাব করার সময় শিশুর দিকে খেয়াল রাখুন।

কোনও সমস্যা দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

আনন্দলোক মাল্টি স্পেশ্যালিটি হসপিটালের নেফ্রোলজি বিভাগ কিডনি চিকিৎসায় অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করছে। প্রতিষ্ঠানের নেফ্রোলজি বিভাগে নতুন ‘হিমোডায়ালেসিস সেন্টার’ করা হয়েছে। আছে ‘Multi-Disciplinary Intensive Care Unit’।

আনন্দলোক মাল্টি স্পেশ্যালিটি হসপিটালের ওয়েবসাইটে কিডনি সংক্রান্ত চিকিৎসার বিষয়ে তথ্য পাওয়া যায়। আছে হেল্প লাইন নম্বরও।    

এটা শেয়ার করতে পারো

...

Loading...