Khushboo Patani: এক শিশুকন্যাকে উদ্ধার করলেন বলিউড অভিনেত্রী দিশা পটানির দিদি খুশবু পটানি

সাহসিকতার পরিচয় দিলেন বলিউড অভিনেত্রী দিশা পটানির দিদি খুশবু পটানি। বরেলিতে তাঁর বাড়ির কাছেই এক পরিত্যক্ত বাড়ি থেকে এক শিশুকন্যাকে উদ্ধার করেছেন তিনি। সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন সেই ঘটনার ভিডিও।

জানা গেছে, নিজেদের বাড়ির কাছাকাছি এক পরিত্যাক্ত অঞ্চল থেকে একটি বাচ্চার কান্নার স্বর ভেসে আসছিল। প্রথমে সেই আওয়াজ শুনতে পায় খুশবু পটানির মা। এরপর তিনি সেকথা বাড়ির সবাইকে জানালে, সবাই মিলে বাচ্চাটির খোঁজ করে। অবশেষে এক ভাঙাচোরা বাড়িতে একটি শিশুকন্যাকে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

এরপর উক্ত পরিত্যাক্ত অঞ্চল থেকে বাচ্চাটিকে নিয়ে আসে খুশবু। বাচ্চাটিকে দুধও খাওয়ানো হয়। ভিডিয়োতে খুশবু বলেন, “আপনারা যদি বরেলির বাসিন্দা হয়ে থাকেন এবং এই বাচ্চাটি যদি আপনার হয়ে থাকে, তা হলে যোগাযোগ করুন। কী ভাবে একটা বাচ্চাকে ফেলে গিয়েছেন। এই বাবা-মাদের দেখলে লজ্জা হয়।”

বর্তমানে বাচ্চাটির শারীরিক চিকিৎসার জন্য তাকে পুলিশের হাতে তুলে দিয়েছে খুশবুর পরিবার। আদর করে খুশবু বাচ্চাটির নাম রেখেছে ‘রাধা’। এই কাজের জন্য নেটিজেনরা খুশবুকে ‘হিরো’র তকমা দিয়েছে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...