ডুয়ার্সের কাঠালগুড়ি চা বাগানে উদ্বোধন হল নবনির্মিত চা তৈরির ফ্যাক্টরি

রবিবার উদ্বোধন হল ডুয়ার্সের কাঠালগুড়ি চা বাগানে নবনির্মিত চা তৈরির ফ্যাক্টরি।

নানা কারণে ২০০২ সালে কাঠালগুড়ি চা বাগান বন্ধ হয়ে যায় । তারপর থেকে টানা আট বছর চা বাগানটি বন্ধ থাকে। সেই সময়ের কাঠালগুড়ির গরীব চা শ্রমিকদের কষ্ট, অনাহার দেখে গোটা দেশে তার ছবি ছড়িয়ে গেছিল। কাঠালগুড়ির সেই মানুষদের অবস্থা হার মানিয়েছিল কালাহান্ডি, আমলাশোল কিংবা ঢেকলাপাড়ার মানুষদের। সেখানকার শ্রমিকরা বেঁচে থাকার চেষ্টা চালাচ্ছিলেন ঢেঁকিশাক, মুন্টা শাক বা জঙ্গল থেকে কুড়িয়ে নানান কন্দ ও অখাদ্য খাবার খেয়ে। বেসরকারি হিসাব দেখে বলা হয়েছিল যে শ্রমিকের মৃত্যুর হার প্রায় ১২০০-র কাছাকাছি।

ফের ২০১০ সালে বাগানটি খোলে। যদিও কাজকর্ম আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছিল তবুও ফ্যাক্টরি না থাকায় বাগানের উৎপাদিত কাঁচা চা পাতা অন্য জায়গায় বিক্রি করেই চালানো হচ্ছিল এত দিন।

দীর্ঘ ১৩ বছর পর নতুন করে ফ্যাক্টরি হওয়ায় আবার বাগানে কাঁচা পাতা দিয়ে এখানেই তৈরি হবে চা।

সেদিন ফ্যাক্টরির উদ্বোধন করলেন চা বাগানের মালিক রাম অবতার বেরোলিয়া। সেখানে উপস্থিত ছিলেন চামুর্চি আউট পোস্টের ওসি তেনজিং ভুটিয়া, চা বাগানের ম্যানেজার দেবজ্যোতি সরকার সহ চা বাগান পরিচালন কর্তৃপক্ষের সদস্যরা।

বাগানের মালিক রাম অবতার বেরোলিয়া জানান যে আবার ফ্যাক্টরি চালু করায় শ্রমিকদের এবার সমস্যা মিটে যাবে। শ্রমিকরাও ফ্যাক্টরি চালু হওয়ায় নিজেদের আনন্দ প্রকাশ করেছেন।

এটা শেয়ার করতে পারো

...

Loading...