মুম্বাই-এর জনপ্রিয় পরিচালক তথা প্রোযজক তথা স্ক্রিন রাইটার করণ জোহর বহু নামিদামি শিল্পীদের সাথে কাজ করেছেন। কিন্তু সম্প্রতি তিনি জানান, তার শখ ছিল "হাওয়া হাওয়াই গার্ল" এর একটি ছবি পরিচালনা করা। তিনি বলেন, অনেক বিখ্যাত বড়মাপের অভিনেতাদের সাথে কাজ করলেও শ্রীদেবীর সাথে ছবি করার ইচ্ছা অপূর্ণই থেকে গেল। চলতি বছরে মাত্র ৫৪ বছর বয়সে পরলোক গমন করেছেন অভিনেত্রী। সেই প্রসঙ্গে পরিচালক বলেন, এইটা ঠিক হল না, তার মতো অভিনেত্রীর কাছ থেকে আরও অনেক কিছু পাওয়ার ছিল বি-টাউনের। নিজেকে অভিনেত্রীর অনেক বড় ভক্ত বলেও দাবি করেন করণ। শ্রীদেবীর সাথে কাজ করতে না পারলেও "ধড়ক" নামের একটি সিনেমায় তার কন্যা জাহ্নবীর ডেবিউ হয়েছে তার হাত ধরে।
In English

