কাঞ্চন-শ্রীময়ীর বাড়িতেই উদযাপন রাসযাত্রা, উপস্থিত ছিলেন বহু টলি তারকা

২৬ নভেম্বর অর্থাৎ রবিবার শুরু হয় রাসযাত্রা। রাধাকৃষ্ণের লিলায় মেতে উঠেছে সবাই। শুধু সাধারণ মানুষ নয় মেতে উঠেছে টলিউড তারকা কাঞ্চন মল্লিক।

এদিন তাঁর বাড়িতে পুজো ছিল। দেখা গিয়েছে যে কাঞ্চনের বাড়িতে সমস্ত পুজোই নিষ্ঠাভরে করা হয়। জগন্নাথ দেব থেকে দেবী কালী, গোপাল, দেবী লক্ষ্মী— সব উদযাপন ধুমধাম করে পালিত হয়।

processed-8ca06f2a-88f0-45b3-8172-061c8a7f2a97_hSIWmL4R

এদিন সকাল থেকেই পুজো নিয়ে ব্যস্ত অভিনেতা। তাঁর বাড়ির ঠাকুরঘরেই রয়েছে রাধাকৃষ্ণ।  ঘরের শ্বেতপাথরের মেঝে আলপনা দেওয়া হয়েছে। সাথে  দেখা গিয়েছে ফুল, মালা ও চন্দনে দেবমূর্তিকে সাজানো হয়েছে। পুজো হয়েছে পুষ্পাঞ্জলিও হয়েছে। আবার যজ্ঞ হয়েছে। সেখানে বসতে দেখা যায় কাঞ্চন-শ্রীময়ী জুটিকে।

বাড়ির পুজোতে জমিয়ে মজা করেছেন কাঞ্চন ও শ্রীময়ী। পুজোর দিনে বাড়িতে বসেছিল চাঁদের হাট। উপস্থিত ছিলেন অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন, শুভ্রজিৎ দত্ত, সস্ত্রীক সোহম চক্রবর্তী, সুভদ্রা মুখোপাধ্যায়, নীল মুখোপাধ্যায়, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

পুজোর সময় হলুদ-গোলাপী পাড়ের শাড়ি পরেছিলেন শ্রীময়ী৷ অন্যদিকে কাঞ্চনের পরনে সাদা-লাল-জরি কাজের পাঞ্জাবি-পাজামা৷

বাড়ির পুজোতে হরিনাম কীর্তন হয়েছে। সেখানে কাঞ্চন মল্লিকে সহ তারকারা হাত দুলিয়ে অনন্দে মেতে উঠেছিলেন। তারপর হরিনামে কাঞ্চন-শ্রীময়ী একসাথে নাচলেন প্রাণ খুলে। সেই নাচের ভিডিয়ো ভাইরাল হতেই কমেন্টের বন্যা বয়ে যায় পোস্ট জুড়ে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...