কমলপার্ক সার্বজনীন | জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯

দুর্গা পুজো আসা মানেই অনেক আনন্দ, অনেক আড্ডা, ঠাকুর দেখা আর প্রচুর খাওয়া দাওয়া। কিন্তু বাঙালিদের এই এত আনন্দের পিছনে যাদের অক্লান্ত পরিশ্রম জড়িয়ে আছে, যেই মানুষগুলো দীর্ঘদিন প্যান্ডেলের আড়ালে থেকেই কাজ করে চলে, তাদের কথা কতজনের মনে থাকে। সেই সকল শ্রমজীবী মানুষদের নিয়েও যে পুজোর থিম সম্ভব তা প্রমান করে দিল কমলপার্ক সার্বজনীন

জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯ অনুষ্ঠান উপলক্ষে আমাদের স্টুডিও-এ উপস্থিত ছিলেন পূজা কমিটির সদস্যরা। উপস্থিত ছিলেন সম্পাদক সৌরভ ঘোষ, থিম শিল্পী স্বার্থকি সুর ও সহ-কোষাধ্যক্ষ অভ্রনীল সাহা। সঞ্চালক রিয়ার সাথে তাদের পুজোর বিষয় জানলাম আমরা।

২১ বছর ধরে সাবেকি পুজো করার পর এই বছর তাদের প্রথম থিমে প্রবেশ, তাই বিষয়টাকে চ্যালেঞ্জ হিসাবেই দেখছেন সদস্যরা। যেহেতু শ্রমজীবী মানুষদের নিয়ে থিম তাই তাদের মন্ডপে উজ্জ্বল রঙ-ই বেশি চোখে পড়বে দর্শনার্থীদের,  এমনটাই জানালেন তারা। মহালয়ায় উদ্বোধনের মধ্যে দিয়ে শুরু হবে তাদের পুজোর পথচলা।

নবমীর দিন পূজা কমিটির তরফ থেকে পল্লীবাসীদের জন্য মহাভোজের আয়োজন করা হয়।  সাবেকি পুজো করলেও মানুষের ভিড় কিন্তু কম হয় না, পুজোর দিনগুলিতে বহু দর্শনার্থীরা ভিড় করে তাদের পূজা মন্ডপে।

দমদম বা কবি সুভাষ গামী যে কোনও মেট্রো-এ উঠে নামতে হবে বেলগাছিয়া, সেখান থেকে বাস বা অটো করে কেষ্টপুরের নিকট এই পূজা মন্ডপ।

এটা শেয়ার করতে পারো

...

Loading...