আসছে রহস্য আর রোমাঞ্চে ভরপুর মিনি সিরিজ 'কালো সাদা আবছা'

বহু বছর ধরে রক্তিম, সোহিনী ও অঙ্কিতার মনের মধ্যে লুকিয়ে রয়েছে এক অজানা সত্য। কিন্তু হঠাৎ একদিন এই অজানা সত্য গল্পের আকারে তাদের সামনে এসে দাঁড়ায়। কিন্তু তারা তিনজন ছাড়া কেউ জানত না এই ঘটনার কথা। রক্তিম, সোহিনী ও অঙ্কিতা হল পরিচালক সুরজিৎ (সাহেব) মুখোপাধ্যায় মিনি সিরিজ 'কালো সাদা আবছা'র তিন চরিত্র। গল্পে তিন চরিত্রের কাছে হঠাৎ এক কুরিয়ার এসে পৌঁছায়। কুরিয়ারে একটি বই পাঠানো হয়। সেই বইয়ের নামই হল 'কালো সাদা আবছা'। লেখকের নাম দেবমাল্য সেনগুপ্ত। লেখক তাদের তিনজনকেই এই বই পড়তে বলেছেন। কিন্তু বইতে লেখা গল্পগুলোর সঙ্গে হুবহু মিল রয়েছে তাদের জীবনের এক লুকিয়ে থাকা সত্যের। তাই লেখক কীভাবে জেনেছে এই সত্য? এই প্রশ্ন জানতে মরিয়া চেষ্টা চালায় তারা। লেখকের খোঁজ করতে গিয়ে  সমরেশ লাহিড়ী নামক আরও এক ব্যক্তির খোঁজ পান তারা। এই বইয়ের লেখক ও এই সমরেশ লাহিড়ীর মধ্যে কী যোগসূত্র রয়েছে? তা জানতে ওটিটির প্ল্যাটফর্মে দেখে নিতে হবে এই মিনি সিরিজটি।

থ্রিলার ঘরানার এই মিনি সিরিজটির গল্প ও সংলাপ লিখেছেন অম্লান মজুমদার। সিনেমাটোগ্রাফার হিসেবে দায়িত্ব সামলেছেন অনির, সঙ্গীত পরিচালনা করেছেন দিপাংশু লোধ। 'স্কাইপ্যান কমিউনিকেশন' প্রযোজিত এই সিরিজে অভিনয় করেছেন অম্লান মজুমদার, সুমেধা দত্ত, অনুজয় চট্টোপাধ্যায়, সৌমেন দত্ত, ঋষাণ, রিয়া, আসিস সেন চৌধুরী, ঐশিন মজুমদার, স্বাগতম ও প্রদীপ মিত্র।

এটা শেয়ার করতে পারো

...

Loading...