কেমন গল্প বলতে চলেছে জয়দীপের নতুন ওয়েব সিরিজ ‘রাজা রানি রোমিও’?

ছোটবেলা থেকেই আমরা অনেক রুপকথার গল্প শুনেছি। সেই গল্প যেভাবেই শুরু হোক না কেন — দ্বন্দ্ব, ঝগড়া, রাগ, অভিমান…..শেষ হবে আনন্দে, সুখেই। সেইজন্যই আমরা সবসময় গল্পের শেষে এটাই পড়ি বা শুনি যে “অ্যান্ড দে লিভড হ্যাপিলি এভার আফটার”।

অনেক সময় মনে প্রশ্ন ওঠে যে গল্পে যদি হ্যাপিলি হয় তাহলে কি বাস্তবেও সবার জীবনে “হ্যাপিলি এভার আফটার” হয়? সম্প্রতি ‘রাজা রানি রোমিও”-ট্রেলার এই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে সবাইকে। তাঁদের কথায় স্বপ্ন আর সত্যি দুটো সম্পূর্ণ আলাদা। অন্যদিকে রুপকথা আর বাস্তবের মধ্যেও একটা প্রভেদ থাকেই।

ট্রেলার মুক্তি পেতেই দেখা যাচ্ছে যে একরাশ রোমাঞ্চে ভরা গল্প। দেখা যাচ্ছে যে রানিকে ঘিরে রাজা আর রোমিওর মধ্যে দ্বন্দ্ব ও কৌতূহল। তবে, মনে প্রশ্ন উঠছে যে রানির হাতে কি তাঁরা তুরুপের তাস? সেটার জন্য অপেক্ষায় থাকতেই হবে।

raja-1_11zon

ছোটপর্দার জনপ্রিয় ‘মৌঝর’ জুটি এবার ভক্তদের এই ওয়েব সিরিজে একেবারে চমকে দেবে। পরিচালক জয়দীপ বন্ধ্যোপাধ্যায় নিয়ে আসছে এই নতুন সিরিজ ‘রাজা রানি রোমিও। এর আগে ‘অলক্ষ্মীজ ইন গোয়া’ টি পরিচালনা করেছিলেন তিনি,স আথে সাফল্য পেয়েছেন।

জানা গিয়েছে যে এই সিরিজে মুখ্য ভূমিকায় দেখা যাবে ‘মেয়েবেলা’ ধারাবাহিকের মৌ- ডোডোদা জুটিকে। জুটির ভালো নাম হল স্বীকৃতি মজুমদার ও অর্পণ ঘোষাল। এই সিরিজটি আসতে চলেছে ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে। সম্প্রতি প্রকাশ্যে এল ক্লিক অরিজিনালস-এ এই ওয়েব সিরিজের ট্রেলার, সাথে দর্শকদের জন্য এল নতুন গানের ভিডিয়ো। সেই গানের নাম ‘শান্তির ছেলে শান্ত’। এর আগে মুক্তি পেয়েছিল সিরিজের প্রথম গান ‘সাবমেরিন’।

এই ওয়েব সিরিজে অর্পণ –স্বীকৃতির পাশাপাশি থাকতে চলেছে টলিপাড়ার জনপ্রিয় অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়কে। এই সিরিজটাই হবে তাঁর প্রথম ওয়েব সিরিজ। এছাড়া সিরিজে গুরুত্বভূমিকায় দেখা যাবে রাতাশ্রী দত্তকে।

শুধু ছবি পরিচালনা নয়, এই সিরিজের চিত্রনাট্যও লিখেছেন পরিচালক জয়দীপ বন্দ্যোপাধ্যায় এবং সহযোগী পরিচালক হলেন শুভদীপ মুখোপাধ্যায়। অন্যদিকে, এই সিরিজটি ফিল্মস অ্যান্ড ফ্রেমস থেকে প্রযোজনা করছেন শান্তনু চট্টোপাধ্যায়। এছাড়া চিত্রগ্রহণের দ্বায়িত্বে রয়েছেন অনির এবং সঙ্গীত পরিচালনা করেছেন প্রাঞ্জল দাস আর সিরিজের সংলাপ লিখেছেন সৌমিত দেব।

ট্রেলার দেখলেই বোঝা যাচ্ছে যে ‘রাজা রানি রোমিও’ ওয়েব সিরিজটি হতে চলেছে একটি রোম্যান্টিক থ্রিলার। যেমন ভালোবাসার গল্প বলবে তেমনই বিশ্বাসঘাতকতা আর প্রতিশোধেরও পরিমাণ দেখা যাবে।

প্রত্যেকটি চরিত্রই প্রায় ধূসর।  এই ওয়েব সিরিজের প্রতিটি চরিত্রই প্রায় ধূসর। কারণ সবার মনেই কিছু না কিছু স্বার্থ রয়েছে। সেই স্বার্থের জেরে তাঁরা এমন গল্প  তৈরি করেছে , যা দেখে সকল দর্শক চমকে উঠবেন।

এটা শেয়ার করতে পারো

...

Loading...