বিতর্কের শিরোনামে উঠে এলো হিন্দি ছবি ‘জিলা গোরক্ষপুর’

সম্প্রতি মুক্তি পেয়েছে পরিচালক বিনোদ তিওয়ারির ‘জিলা গোরক্ষপুর’ ছবির পোস্টার| আর তার সাথে সাথেই অতীতে বিতর্কের কেন্দ্রে আসা হিন্দি ছবিগুলির তালিকায় নাম উঠে এলো ‘জিলা গোরক্ষপুর’ ছবিরও| ছবির পোস্টারে দেখা যাচ্ছে নাকি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ যোগীকে বন্দুকধারী হিসাবে, এবং ছবিটি নাকি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ যোগীর বায়োপিক| আর তা সকলের গোচরে আসতেই শুরু হয়ে যায় অশান্তি|

গেরুয়া শিবির এই নিয়ে বিরোধিতাও করেছে| তারা জানাচ্ছে যে এই ছবিতে যেভাবে আদিত্যনাথ যোগীকে দেখানো হতে চলেছে তাতে মানুষের মধ্যে এক ভুল বার্তা পৌঁছাবে, এছাড়াও সন্ত্রাসবাদের ছবিও এই ছবিতে দর্শকের সামনে তুলে ধরা হতে চলেছে বলে একাংশের দাবি যা সংঘাত সৃষ্টি করতে পারে| ইতিমধ্যে ছবির পরিচালককে দেওয়া হয়েছে হুঁশিয়ারীও| যদিও পরিচালক জানিয়েছেন তাঁর ছবিতে এরকম কোন কিছুই নেই| ছবির ধারা পুরোপুরি অন্য|

এটা শেয়ার করতে পারো

...

Loading...