আমেরিকায় গবেষণার সুযোগ সহ ৪৫ লক্ষ বার্ষিক স্কলারশিপ, স্বপ্নের উড়ানের পথে জলপাইগুড়ির সুরঞ্জনা

এবার সুরাঞ্জানার সপ্ন সফল হয়েছে! জলপাইগুড়ি-ময়নাগুরি শহরের দেবনগর পাড়ার মেয়ে, সুরঞ্জনা দাম, আমেরিকায় রসায়ন গবেষণার জন্য ডাক পেয়েছে এবং পাশাপাশি সেই ইউনিভারসিটি থেকে ৫৪ হাজার ডলার করে প্রতি বছর যেটা ভারতীয় মুদ্রায় মূল্য প্রায় ৪৫ লক্ষ টাকা বার্ষিক স্কলারশিপও পাবেন।

3071491_HYP_0_FEATUREScreenshot_20230612-132843_WhatsApp_11zon

সুরঞ্জনা আমেরিকার ওহাইয়ো স্টেটের সিনসিনাটি ইউনিভার্সিটিতে গবেষণা করবেন অর্গানিক কেমিস্ট্রির পরিবেশ বান্ধব অনুঘটকের ওপর। তিনি এই গবেষণা করার জন্য এবছরই অগাস্ট মাসের প্রথম সপ্তাহেই আমেরিকায় যাবেন এবং সেখানে তাঁকে পাঁচ বছর থাকতে হবে।

সুরঞ্জনা ছোটবেলা থেকেই পড়াশোনায় খুব ভালো ছিলেন। বর্তমানে, তিনি এখন কলকাতার ইন্ডিয়ান ইন্সিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ ইন্সিটিউটের ছাত্রি। সুরঞ্জনার বাবা সুখময় দাম, পেশায় চিকিৎসক এবং মা সংযুক্তা সরকার দা্‌ম, পেশায় শিক্ষিকা। তাঁর পরিবারের সমস্ত সদস্যরা এবং গোটা দেবনগর এলাকার বাসিন্দারা সবাই খুব উচ্ছ্বাসিত এই সফলটা নিয়ে।

জলপাইগুড়ি, দেবনগরী পাড়ার সুরঞ্জনা বলেন, “আমেরিকায় গবেষণা করার ডাক পেয়ে আমি উচ্ছ্বসিত। আমেরিকায় গবেষণার কাজে বেশ কিছু সুবিধা রয়েছে। গবেষণা শেষে দেশে ফিরে নতুন পড়ুয়াদের গবেষণার কাজে শিক্ষাদান করতে চাই আমি।”

তিনি পুরোপুরি বুঝিয়ে দিয়েছেন, যে তিনি এই রিসার্চের দ্বারা নিজের দেশকে গর্বিত করতে চেয়েছেন এবং এটাও বুঝিয়েছেন যে তাঁর এই রিসার্চ শেষ হলেই, ওখানে বসবাস না করে নিজের ঘরে ফিরে আসবেন।

এটা শেয়ার করতে পারো

...

Loading...