জলপাইগুড়ির এই ক্যাফেতে বই পড়লে আর দাবা খেললেই কফি ফ্রি!

"কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই

আজ আর নেই

কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই

আজ আর নেই......"

হ্যাঁ, নিখাদ আড্ডার সেই মন ভাল করা বিকেলগুলো হয়ত  সত্যি আজ আর নেই ! মান্না দে’র এই গান সত্যি হয়ে উঠেছে আজকের ইঁদুর দৌড়ের জীবনে। ডিজিটাল যুগে থাকতে থাকতে আমরা ভুলে গেছি বই হাতে অবসর কিংবা চা-কফির কাপে চুমুক দিয়ে নির্ভেজাল আড্ডা। সবাই এখন ব্যস্ত হয়ে গিয়েছে ডিজিটাল দুনিয়ায়। হারিয়েই গিয়েছে বই পড়ার অভ্যাস, পত্রিকা বা বই পড়তে গেলে ভরসা সেই মুঠোফোন।

326721825_5883993058344709_1319274879327401595_n

তাই বই- আড্ডার হারানো অভ্যেস ফেরানোর জন্যই অভিনব এক ক্যাফে খুলেছে জলপাইগুড়িতে। নাম 'বৈঠেক খানা'। এই ক্যাফে জনপ্রিয় হয়ে উঠেছে জলপাইগুড়ি বাসিন্দাদের কাছে। এখানে বই পড়লে, দাবা খেললেই মিলবে এক কাপ কফি। একেবারে বিনামূল্যে! ক্যাফেতে এলেই যে খাবার অর্ডার করতেই হবে এমন বাধ্যবাধকতাও নেই। এই ক্যাফে এখন সাধারণ মানুষের মনে জায়গা করে নিয়েছে। পাশাপাশি স্ট্যান্ড আপ কমেডি, গান ও গল্পের বই পড়ার সুযোগও আছে।

348679020_3521568324728672_5462649599405550127_n

‘বৈঠেক খানা’র ম্যানেজার টোটন দাস বলেন, "সাধারণ মানুষকে বইপ্রেমী করতেই এমন উদ্যোগ। ডিজিটাল যুগে মানুষ পাশাপাশি বসে গল্প করা কিংবা গল্পের বই পড়ার কথা ভুলেই গিয়েছেন। আমাদের এই ক্যাফেতে দাবা খেলা থেকে শুরু করে গান, আবৃত্তি, স্ট্যান্ড আপ কমেডি করার সুযোগ রয়েছে মানুষ এখানে নিজেদের প্রতিভাকে মেলে ধরতে পারেন রয়েছে নানা খাবারও। জলপাইগুড়িবাসী আমাদের এই ক্যাফেকে খুবই আপন করে নিয়েছে, এতে আমরা ভীষণ খুশি।"

এটা শেয়ার করতে পারো

...

Loading...