দেশেই থেকে কোটি টাকার চাকরি! যাদবপুরের উপায়নের সাফল্যে চমকে সবাই

লক্ষ নয়, একেবারে কোটি টাকার চাকরি। এমন এক সাফল্যেই শিরোনামে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপায়ন দে। উপায়ন যাদবপুরের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ফাইনাল সেমেস্টারের ছাত্র। তিনি বেঙ্গালুরুর একটি ডেটা সিকিউরিটি কোম্পানিতে চাকরি পেয়েছেন।

উপায়নের বেতনের বার্ষিক প্যাকেজ ১ কোটি ৪৫ লক্ষ টাকা। এর অর্থ, মাসে তিনি প্রায় ১২ লক্ষ টাকা করে পাবেন। দেশের মধ্যে এমন বেতনের চাকরি সাম্প্রতিককালে যাদবপুরের কোনও পড়ুয়া পাননি, যারা পেয়েছেন, তাঁরা বিদেশী কোনও কোম্পানির অফার পেয়েছেন। কিন্তু উপায়ন জানিয়েছেন, তিনি দেশে থেকেই দেশের জন্যই কন্ট্রিবিউট করতে চান। গত ৯ জুন তিনি এই চাকরিতে জয়েন করেছেন।

যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে কয়েক মাস আগে একটি বিশ্বব্যাপী প্রোগ্রামিং–এর প্রতিযোগিতায় যোগ দিয়েছিলেন উপায়নরা। এশিয়ার ফাইনালেও গিয়েছিলেন তাঁরা। সেখানে উপায়নের কাজ দেখে ওই নিয়োগকারী কোম্পানি তাঁর সঙ্গে যোগাযোগ করে। তারপর প্রথমে পাঁচ মাস ইন্টার্নশিপ করেন তিনি। আর সেখান থেকেই পান প্রায় দেড় কোটি টাকার চাকরির প্রস্তাব।

উপায়ন ২০১৯ সালে আইসিএসই পরীক্ষায় দেশে তৃতীয় হয়েছিলেন। ডন বসকো পার্ক সার্কাস থেকে পড়াশোনা করেছেন তিনি। তাঁর বাবা মণীশ দে জিএসআই–এর কেমিস্ট্রি বিভাগের ডিরেক্টর। কর্মসূত্রে তিনি উত্তরপ্রদেশের ফরিদাবাদে থাকেন। মা রূপা দে গৃহবধূ। ছেলের এই সাফল্যে খুব খুশি তাঁরা।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...