সত্যজিৎ-এর শেষ ছবি ‘আগন্তুক’

  • ১৯৯১-তে নির্মাণ। সত্যজিৎ-এর শেষ ছবি ‘আগন্তুক’ (The Stranger)।

 

  • মাত্র দশ দিনের মধ্যেই ছবির চিত্রনাট্য এবং কাস্টিং শেষ করেছিলেন।

 

  • নিজের লেখা ছোটগল্প ‘অতিথি’ অবলম্বনে তৈরি হয়েছিল ‘আগন্তুক’ ছবির চিত্রনাট্য।

 

  • ন্যাশনাল ফিল্ম ডেভলপমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া’র প্রযোজনায়।

 

  • ছবির প্রধান চরিত্র মনমোহন মিত্রর ভূমিকায় অভিনয় করেছিলেন উৎপল দত্ত। অন্যান্য ভূমিকায় মমতাশঙ্কর, দীপঙ্কর দে, রবি ঘোষ, ধৃতিমান চট্টোপাধ্যায় প্রমুখ।
  • অনেকেই মনে করেন ছবির প্রধান চরিত্র মনমোহন মিত্র ওরফে ‘মিস্টার নিমো’ আসলে সত্যজিৎ নিজেই।

 

  • এই ছবি শুরুর সময় সত্যজিৎ রায় উৎপল দত্তকে ডেকে বলেছিলেন, “এই ছবিতে তুমি আমার মুখপাত্র। আমার যা বলার তোমার মুখ দিয়ে বলাচ্ছি।” 

 

  • ছবিতে একটি দৃশ্যে Floccinaucinihilipilification’- ‘ফ্লকসিনাসিনেহিলিপিলিফিকেশন’ শব্দটি ব্যবহার করা হয়েছিল। ‘ফ্লকসিনাসিনেহিলিপিলিফিকেশন’ ইংরেজি অভিধানের সবচেয়ে বেশি অক্ষরের সবচেয়ে বড় শব্দ। অর্থ ‘সেটিং লিটল অর নো ভ্যালু’।

 

  • দুই বিভাগে জাতীয় পুরস্কার পেয়েছিল ছবিটি। ‘বেস্ট ফিল্ম’ আর ‘ বেস্ট ফিচার ডিরেকশন’। অনিলা চরিত্রে অভিনয়ের জন্য বিশেষ জুরি পুরস্কার পেয়েছিলেন মমতা শঙ্কর।

    

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...