'ইসরো'র তৈরি 'মডেল রকেট' কিনতে পারবে অনলাইনে

মহাকাশ গবেষণার দুনিয়াতে শুরু থেকেই গুরুত্বপূর্ণ স্থানের অধিকারী ছিল দুই দেশ। আমেরিকা ও রাশিয়া। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলাতে শুরু করেছে এই সমীকরণ। কারণ বিশ্বের উন্নত দেশগুলোকে টক্কর দিয়ে বিজয় রথ এগিয়ে চলেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা 'ইসরো'। মহাকাশে  রেকর্ড সংখ্যক স্যাটেলাইট পৌঁছে দেওয়া থেকে শুরু করে মঙ্গল মিশন। এই সব অসম্ভবকেই সম্ভব করে দেখিয়েছে 'ইসরো'। যার ফলে দেশ ও বিদেশে আজ 'ইসরো' আজ যথেষ্ঠ জনপ্রিয়। বিশেষ করে ছাত্র-ছাত্রীরা মহাকাশ বিষয়ে নিয়ে নিজেদের কেরিয়ার গড়তে আরও আগ্ৰহী হয়ে উঠেছে। রকেট সম্পর্কে আরও বিস্তারিত জানতে তারা কিনে ফেলতে পারেন 'ইসরো'র তৈরি করা 'মডেল রকেট'। দেখতে অনেকটা 'ইসরো'র পি.এস.এল.ভি রকেটের মতো দেখতে হলেও বাস্তবের বিশাল আকারের রকেট চেয়ে অনেক ছোট।

'ইসরো'র অফিশিয়াল মার্চেনডাইস পাওয়া যায় সএকটি ওয়েবসাইটে। সেখানেই মিলবে এই রকেট। তবে শুধু দেখতেই রকেটের মতো নয়, প্রযুক্তির দিক থেকেও একটি আসল রকেটে যা যা ব্যবস্থা রয়েছে, সেই সব কিছুই রয়েছে এই রকেটে। দাম শুরু ১১০০ টাকা থেকে ২৫০০ টাকা পর্যন্ত। কিন্তু শুধু রকেট কিনলেই ওড়ানো যাবে না। তার সঙ্গে রকেট লঞ্চার, ফুয়েল। রকেট লঞ্চারের দাম ১৬০০ টাকা। আর ফুয়েল ৩০০ টাকা।

উড়ানোর জন্য রকেট লঞ্চারের একটি তার জুড়তে হবে রকেটের কার্টিজের সঙ্গে। তারপর লঞ্চারের বোতাম টিপলেই আকাশে উড়ে যাবে এই রকেট। প্রায় ৬০০ থেকে ১২০০ ফুট উচ্চতা পর্যন্ত উড়তে পারে এই রকেট। তাই খোলা মাঠে বা ফাঁকা জায়গাতেই এই রকেট উড়ানো উচিত।

এটা শেয়ার করতে পারো

...

Loading...