নতুন থ্রি-ডি রঙিন ছবি প্রকাশ করল ইসরো, চমক দিল ইসরো সংস্থা

চাঁদের মাটিতে বিক্রমের পা পড়ার পর থেকেই আমাদের বেশ অনেক চমক দিয়ে গর্বিত করেছে ইসরো সংস্থা। এবার ফের চন্দ্রযান ৩-এর একটি নতুন ছবি প্রকাশ করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা, ইসরো। তবে এই ছবিটি অন্য ছবির থেকে সম্পুর্ণ আলাদা।

এই ছবি দেখার জন্য আপনাকে পরতে হবে থ্রি-ডি গ্লাস। ইসরো চমক দিয়েছে গোটা বিশ্বকে। সামনে এল রোভার প্রজ্ঞানের তোলা চাঁদের একটি ‘ত্রিমাত্রিক ছবি’।

মঙ্গলবার সন্ধ্যায় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো তাদের এক্স হ্যান্ডলে (টুইটার) একটি ছবি পোস্ট করেছে। ছবিটি একটি রঙিন ত্রিমাত্রিক ছবি। সেখানে চন্দ্রপৃষ্ঠে একলা দাঁড়িয়ে থাকা বিক্রমকে দেখা যাচ্ছে।

ইসরোর বিশেষজ্ঞরা জানিয়েছে যে এই ত্রিমাত্রিক ছবিটিকে দু’ভাগে তুলেছে রোভার প্রজ্ঞান। ছবিটিকে বলা হচ্ছে 'অ্যানাগ্লিফ'। প্রজ্ঞান এক বার বাঁ দিক থেকে এবং এক বার ডান দিক থেকে ‘নেভিগেশন ক্যামেরা’ ব্যবহার করে ছবি তুলেছে । তারপর সেই ছবি দু’টিকে মিশিয়ে তৈরি করা হয়েছে নতুন ‘অ্যানাগ্লিফ ত্রিমাত্রিক’ ছবি।

ফটোগ্রাফিতে অ্যানাগ্লিফ ছবির মানে হল একটি স্টেরিওস্কোপিক বা যৌগিক ছবি যা একই বস্তুর দুটি ছবিকে ভিন্ন দিকে এবং বিভিন্ন রঙে সুপারইম্পোজ করে তৈরি করা হয়।

ইসরো থেকে জানা গিয়েছে যে এই ন্যাভক্যাম স্টিরিয়ো ইমেজের মাধ্যমে এই অ্যানাগ্লাফ ত্রিমাত্রিক ছবিটি নির্মিত করা হয়েছে। ত্রিমাত্রিক ছবির বাঁ দিকের অংশটি রেড চ্যানেলের মধ্যে এবং ডান দিকের অংশটি ব্লু এবং গ্রিন চ্যানেলে রয়েছে। তারা বলেছে ছবিটিকে ঠিকভাবে দেখতে হলে ত্রিমাত্রিক চশমা বা গ্লাস পরে দেখতে হবে।

জানা গিয়েছে যে ‘স্লিপ মোড’-এ যাওয়ার কিছুদিন আগেই রোভার প্রজ্ঞান এই ছবিটি ল্যান্ডার বিক্রমের থেকে ১৫ মিটার দূরত্বে গিয়ে তুলেছে। এই ত্রিমাত্রিক ছবিটিকে খালি চোখে দেখলে সাদা-কালো রঙের মনে হলেও ‘থ্রি-ডি গ্লাস’ পরে দেখলে ছবিটিকে রঙিন দেখা যাবে।

চাঁদে এখন ঘন অন্ধকার রাত। ভারতীয় সময় অনুযায়ী চন্দ্রযান ৩-এর ল্যান্ডার বিক্রম সোমবার সকাল ৮টা নাগাদ চাঁদের দক্ষিণ মেরুর কাছে ‘স্লিপ মোড’-এ চলে গিয়েছে। বিক্রমের আগে ঘুমিয়ে পড়েছিল  রোভার প্রজ্ঞান। ইসরোর কথা অনুযায়ী এখন বিক্রম ও প্রজ্ঞান ১৪ দিনের জন্যে ঘুমের দেশেই থাকবে। ইসরোর বিজ্ঞানীরা জানিয়েছেন ফের আগামী ২২ সেপ্টেম্বর চাঁদের দক্ষিন মেরুতে সুর্যের আলো পড়লে প্রজ্ঞান এবং বিক্রমকে জাগিয়ে তোলার চেষ্টা করা হতে পারে।

ইসরো সংস্থা এটাই জানিয়েছে যে চাঁদে এখনও পর্যন্ত তাদের পরিকল্পনা অনুযায়ী সব কাজ একদম সুষ্ট ভাবে হয়েছে এবং প্রযুক্তিগত কোনও রকম সমস্যা হয়নি।

এটা শেয়ার করতে পারো

...

Loading...