প্রচণ্ড গরমে নাকি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়, তাই তিনি বাতিল করেছেন শুটিং! কয়েকদিন ধরেই টলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে এই গুঞ্জন। এমন ঘটনা রটনা ছাড়া আর কিছুই নয় সে কথা স্পষ্ট করে দিতেই বাধ্য হয়ে মুখ খুললেন পরাণ বন্দ্যোপাধ্যায় নিজে।
কতটা গুরুতর অসুস্থ পরাণ? তিনি আবার কবে থেকে শুটিং করতে পারবেন?
বছর বিরাশির এই অভিনেতা সবে শেষ করেছেন পরিচালক অয়ন চক্রবর্তীর ‘নিখোঁজ’ সিরিজ়ের কাজ। এ ছাড়াও সামনেই রয়েছে পরিচালক অভিজিৎ সেনের ছবি ‘প্রধান’ । পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের আসন্ন সিরিজ়ের কাজ শুরু হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু অভিনেতার অসুস্ততার কারণেই শুটিং থেকে সরে এসেছেন। তাঁর জন্যই নাকি বন্ধ রয়েছে এই সিরিজের শুটিং এবং তিনি যতদিন না পুরোপুরি সুস্থ হচ্ছে অপেক্ষা করবে পরিচালক।
অভিনেতা পরাণ বন্ধ্যোপাধ্যায় জানান, তিনি খুবই দুঃখিত এইসব রটানো খবরে। তিনি অতটাও অসুস্ত নন যতটা বলা হয়েছে, হলে হয়তো ব্যপারটা মজাদার হত। তাঁর শুধুমাত্র সাধারণ সর্দি-জ্বর হয়েছে। চিকিৎসক তাঁর গলাকে বিশ্রাম দেওয়ার নির্দেশ দিয়েছেন, সেই কারণেই শুটিং থেকে বিরতি নিয়েছেন।
তিনি বলেন ‘শরীরটা সবার আগে’। তিনি যদি ছবির সংলাপটাই ঠিক করে না বলতে পারেন তাহলে কোন লাভ নেই সেটায়, সেইজন্য তাঁর শুটিং থেকে বিরতি নেওয়া।
প্রসঙ্গত, অভিজিৎ সেন পরিচালিত 'প্রধান'-এ আবারও একত্রিত হচ্ছেন পরাণ ও দেব জুটি। ঠিক তাদের আগের হিট ছবি 'টনিক'-এর পর। এই ছবি দিয়ে বড় পর্দায় ডেবিউ করছেন টেলিপর্দার জনপ্রিয় অভিনেত্রী সৌমিত্রীষা কুণ্ডু।
পরিবারের প্রেক্ষাপটে সম্পর্ক, সমস্যা আর সমাধান নিয়ে ‘প্রধান’ ছবির কাহিনি। পরিচালক বলেন, সবকিছু যদি পরিকল্পনা মাফিক চলে তাহলে এই ক্রিসমাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবি।