অভিনেতা চঞ্চল চৌধুরী এবং পরিচালক প্রসূন চট্টোপাধ্যায় কি নতুন পদ রান্না করতে চলেছেন একসঙ্গে?

একদিকে 'হাওয়া' ছবির দক্ষ অভিনেতা চঞ্চল চৌধুরী এবং অন্যদিকে 'দোস্তজী' ছবির পরিচালক প্রসূন চট্টোপাধ্যায়। এবার দুই তারকাকে দেখা গেল এক ফ্রেমে। পরিচালক প্রসূন চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়া মাধ্যমে এক ছবি পোস্ট করেন। তারপরেই শুরু হল টলিপাড়ায় জল্পনা এবং গুঞ্জন। তবে, তাঁরা কি এক সঙ্গে কাজ করতে চলেছেন?

ইনস্টাগ্রামে পরিচালক অভিনেতা চঞ্চলের সঙ্গে ছবি পোস্ট করে লেখেন, 'এবার তাহলে এক নতুন পদ রান্না করা যাক!'  পোস্টটি দেখেই অনেক দর্শকই ভেবেছেন চঞ্চলের সঙ্গে হয়তো নতুন কোনও ছবির প্ল্যান করেছেন পরিচালক প্রসূন।

সংবাদ মাধ্যমে প্রসূন চট্টোপাধ্যায় জানান,'এখনই নিশ্চিতভাবে কিছু বলছি না। তবে চঞ্চলদা আমার খুবই প্রিয় অভিনেতা। দেখা যাক কী হয়।' নিউ ইয়র্কের ম্যানহ্যাটনে রয়েছেন চঞ্চল চৌধুরী এবং অন্যদিকে ব্রুকলিনে রয়েছেন প্রসূন চট্টোপাধ্যায়। তাই হয়তো একই শহর ছিলেন বলে দেখা করেছেন দুজনে।

মোস্তফা সরওয়ার ফারুকি প্রসূনের এই পোস্টে কমেন্ট করে লেখেন, 'পদ যেটাই হোক, শুভ কামনা! গুড টু সি টু অব মাই ব্রাদার্স টুগেদার!' সুদীপ্তা চক্রবর্তীও কমেন্ট করে লেখেন, 'রান্না ভালো করতে গেলে এক্সপেরিয়েন্সড রাঁধুনিও তো লাগে, নাকি? Resume-টা পাঠিয়ে রাখব?' তাঁর উত্তরে পরিচালক বলেন 'কী যে বলো! আগে বাজার করা হোক।' রাজ হামিদও এখানে কমেন্ট করে লেখেন, 'শুভ কামনা, দুর্দান্ত কিছুর অপেক্ষায়!'

কেবল তারকারা নন, অনেক ভক্তরাও এই পোস্টে কমেন্ট করেছেন। এক ব্যক্তি লেখেন, 'দুজনেই ভীষণ ভীষণ প্রিয়। প্রসূন ভাইয়ের ছবিতে প্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে দেখতে চাই। অনেক শুভ কামনা রইল দুজনের জন্য।' আর এক নেটিজেন লেখেন, 'দারুণ কিছু আসতে চলেছে তাহলে।'

পরিচালক প্রসূন চট্টোপাধ্যায় এখন 'নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্স'- এর কারণে নিউ ইয়র্কে রয়েছেন। তাঁর প্রথম ছবি মন মাতিয়েছে অনেক সিনেমাপ্রেমিদের মধ্যে। এই ছবি মুক্তি পেয়েছে অন্য দেশেও। পরিচালকের দাবি, প্রথম ছবি নিয়েই দেশ-বিদেশ ঘুরতে গিয়ে তিনি সময় পাচ্ছেন না তাঁর আগামী ছবির কাজ শুরুর করার।

সৃজিত মুখোপাধ্যায়ের ‘পদাতিক’ ছবিতে মৃণাল সেনের চরিত্রে দেখা যাবে অভিনেতা চঞ্চল চৌধুরী। চঞ্চলের ফার্স্টলুকেই চমকেছেন দর্শকরা। নেটিজেনদের অনেকেই বলেছেন তাঁকে যেন অবিকল মৃণাল সেনের মতই লাগছে! পরিচালক সৃজিত মুখোপাধ্যায় জানিয়েছিলেন, শুধুমাত্র লুকের জোরে নয়, ব্যক্তিত্বের মধ্যেও মিল থাকবে এমন অভিনেতাকেই খুঁজছিলেন তিনি। আর সেই খোঁজা শেষ হয় চঞ্চল চৌধুরীকে পাওয়ার পর।

অনেকেই জিজ্ঞেসা করেছেন কবে 'দোস্তজী' ওটিটিতে আসতে চলেছে? পরিচালক প্রসূন বলেন, 'আগামী তিন চার মাসের মধ্যে ওটিটিতে ছবিটাকে নিয়ে আসতে পারব বলে আশা রাখছি।' অন্যদিকে, চঞ্চল চৌধুরীর জনপ্রিয় 'হাওয়া' ওটিটিতে মুক্তির অপেক্ষায় বসেছিলেন ভক্তরা এবংঅভিনেতা চঞ্চল, সেই বিষয়ে সুখবর দিয়ে বলেছেন যে আগামী ৭ জুলাই থেকে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম 'সোনি লিভ'-এ দেখা যাবে 'হাওয়া' ছবিটি।

তবে, অভিনেতা চঞ্চল চৌধুরীর সঙ্গে পরিচালক প্রসূন চট্টোপাধ্যায়ের সোশাল মিডিয়ার দ্বারায় নতুন কোন কাজ শুরু করার আভাস দিলেও ছবির ব্যাপারে কিছুই জানা যায়নি এখনও পর্যন্ত।

এটা শেয়ার করতে পারো

...

Loading...