ভিনগ্রহে লোহাবৃষ্টি

তাপমাত্রার পারদ যত চড়ছে আকাশ থেকেই ততই আগুন নেমে আসছে| মেঘ ভাঙা বৃষ্টি হচ্ছে বটে কিন্তু শান্তি নেই তাতে| তার কারণ আকাশ থেকে জল নয়, নেমে আসছে গলিত লোহা| রাত বাড়লেই সমস্ত উত্তাপ ঢাকা পরছে শীতলতার অন্ধকারে| জমাট বাঁধানো ঠান্ডা হওয়ার মধ্যেই তীব্র গতিতে উড়ে চলছে লোহা এবং বিভিন্ন ধাতব উপাদান| গ্যাসের মেঘও কুম্দলি পাকিয়ে ফনা তুলছে| অশান্ত এই পরিস্থিতির খোঁজ পেয়েই চমকে গেছেন বিজ্ঞানীরা| আবহাওয়ার একই বৈচিত্র তারা প্রত্যক্ষ করেছেন টানা ছয় ঘন্টা ধরে|

জানা গেছে, ভিনগ্রহে চোখ রেখে বসেছিলেন মহাকাশবিজ্ঞানীরা| যেসব গ্রহের তাপমাত্রা পৃথিবীর তাপমাত্রার কাছাকাছি তাদের উপরেই কড়া দৃষ্টি নিক্ষেপ করে বসে থাকেন বিজ্ঞানীগণ| সেইসব গ্রহে প্রানের স্পন্দন রয়েছে কিনা তার খোঁজ করাই বিজ্ঞানীদের মূল উদ্দেশ্য| সম্প্রতি বিজ্ঞানীরা জানিয়েছেন, এমনই একটি গ্রহের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা| বিজ্ঞানীরা গ্রহের নামকরণ করেছেন ওয়াস্প-৭৬বি| এই এক্সোপ্ল্যানেটটির এইরকম নামকরণই করেছেন ইউনিভার্সিটি অফ জেনেভা-র বিজ্ঞানীরা|এই বিষয়ে অধ্যাপক ডেভিড এহেরেনরেইচের মতে, পৃথিবী থেকে কম করে ৬৪০ কোটি আলোকবর্ষ দুরে রয়েছে এই গ্রহটি|তবে পৃথিবীর সঙ্গে এই গ্রহের দুরত্ব নিয়ে অন্য মতামত দিচ্ছেন বিজ্ঞানীরা| এই গ্রহটি তার সূর্যকে প্রদক্ষিন করছে মাত্র ৪৩ ঘন্টায়| দনের বেলা অত্যন্ত উত্তপ্ত আবহাওয়া থাকে সেই গ্রহের অভ্যন্তরে| এই গ্রহের অভ্যন্তরের সর্বোচ্চ তাপমাত্রা ২৪০০ ডিগ্রী সেলসিয়াস, জানিয়েছেন বিজ্ঞানীরা|

এটা শেয়ার করতে পারো

...

Loading...