নবধারার চতুর্থ বর্ষের আন্তর্জাতিক দীঘা সৈকত নৃত্য উৎসব

দিঘার সমুদ্র সৈকতে শীতের সন্ধ্যা মুখর হয়ে উঠল নৃত্যের ছন্দে, সঙ্গীতের মূর্ছনায়। ভারতীয় শাস্ত্রীয় নৃত্য শৈলীর অনুপম মাধুর্য মোহিত করল দর্শকদের।

ওল্ড দিঘার বিশ্ববাংলা-টু মঞ্চে সম্প্রতি আয়োজিত হল চতুর্থ বর্ষের আন্তর্জাতিক দিঘা সৈকত নৃত্য উৎসব ২০২৪। আয়োজনে নবধারা। সহযোগিতায় পূর্বাঞ্চল সাংস্কৃতি কেন্দ্র, ভারত সরকারের সাংস্কৃতিক মন্ত্রণালয়। বর্ণাঢ্য শোভাযাত্রা এবং সংগীত, নৃত্য, কবিতা পাঠে  সৈকত উৎসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের পরবর্তী অংশে সমীর পন্ডার তত্ত্বাবধানে  "মন্ত্রা"  এক সমকালীন নৃত্য পরিবেশন করেন মধুরিমা পড়্যা, মন্দিরা ভৌমিক, অম্বিকেশ পণ্ডা ও সমীর পন্ডা। বনানী চক্রবর্তীর  গৌড়ীয় নৃত্য, রাজনীতা মেহেরার ওড়িশি নৃত্য, রাজদীপ ব্যানার্জীর পরিচালনায় পরম্পরার ভরতনাট্যম্, বিম্বাবতী দেবীর মনিপুরী নৃত্য উপস্থিত দর্শকদের মন জয় করে।

অর্পিতা রায়ের কথাকলি নৃত্য, রিনা জানার ওড়িশি নৃত্য, উড়িষ্যা থেকে আগত গুটিপুয়া নৃত্যের ছন্দে মুগ্ধ হয় দর্শক। বাংলার ছৌ নৃত্য, মনিপুরের থাং তা নৃত্য আনুষ্ঠানকে এক অন্য মাত্রা যোগ করে।

আন্তর্জাতিক নৃত্য শিল্পীর মধ্যে শ্রীলঙ্কা থেকে আগত শিল্পী মহেশ ইন্ডিকা কেন্ডিয়ান নৃত্য পরিবেশন করেন। বাংলাদেশের মেহেবুব ট্রুপ সমকালীন নৃত্য পরিবেশন করেন। নবধারার তরফ থেকে জেলার নৃত্য শিল্পীদের নিয়ে বাংলার ঢালি নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। অনুষ্ঠানের সঞ্চালিকা ইন্দিরা বন্দোপাধ্যায়ের সঞ্চালনা ও তার সঙ্গীতের মূর্ছনা দর্শকদের মন জয় করে।

নবধারা তরফ থেকে গুরুদাস পন্ডা জানান, ভারতীয় নৃত্যের ঐতিহ্য এবং সংস্কৃতিকে তুলে ধরতে এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে সামাজিক বার্তা মানুষের কাছে তুলে ধরতে নবধারা সারা বছর বিভিন্ন আঙ্গিকের অনুষ্ঠান করে চলেছে। এই কর্মকাণ্ডে সমগ্র সাংস্কৃতিক সচেতন মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে

এটা শেয়ার করতে পারো

...

Loading...