জগদ্ধাত্রী পুজোর সাথেই এক অভিনব উদ্যোগ নিল চন্দননগরের এক পুজো কমিটি, জেনে নিন সেই উদ্যোগের ব্যাপারে বিশদে!

দুর্গাপুজো, কালীপুজোর পর এবার এল মা জগদ্ধাত্রী। আর জগদ্ধাত্রী পুজো মানেই চন্দননগর। ইতিমধ্যেই হইহই পড়ে গিয়েছে সমস্ত এলাকা। মেতে উঠেছে গোটা শহর। এবার চন্দননগরের এক পুজো কমিটির তরফ থেকে করা হল এক অভিনব উদ্যোগ। 

চন্দননগর মধ্যাঞ্চল সর্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি সমস্ত দর্শনার্থীদের জন্য একটি লেজার শো রাখল। তাঁর নাম দেওয়া হয়েছে "মনে রেখো"। পুজোর কয়েকদিন দর্শনার্থীদের জন্য রাখা হল এই শো।

মধ্যাঞ্চল সর্বজনীন কমিটির লোকেরা ধন্যবাদ জানিয়েছেন যারা অঙ্গদান করে অন্য মানুষের সাথে এবং পাশে দাঁড়িয়েছেন বা যাঁরা অঙ্গদান করতে ইচ্ছুক। এই বিশেষ লেজার শো শুরু হয়েছে গত রবিবার এবং চলবে ২২ নভেম্বর পর্যন্ত।

thumb_2306

এই শো’য়ে হয়েছে অঙ্গদানের গুরুত্ব বোঝাতে রাজা কৃষ্ণচন্দ্রের জগদ্ধাত্রী পুজোর সূচনা তুলে ধরা হয়েছে। তার সাথেই দেখানো হচ্ছে অঙ্গদান করলে কিভাবে অন্যের মধ্যে বেঁচে থাকা যায়।

জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে অনেক ধরণের আলোয় আলোকিত হয়ে উঠেছে আলোর শহর, চন্দননগর। আলোর ঝলকানিতে ঝলমল করছে সমস্ত রাজপথ।

তারই মধ্যেরি চন্দননগর স্টেশন রোডে মধ্যাঞ্চল সর্বজনীনের অভিনব লেজার শো’য়ের আয়োজন সকল দর্শনার্থীদের মনে জায়গা করে নিয়েছে। আলোর শহরকে আরও আলকিত করেছে এই শো। তাই সন্ধে নামতেই পুজো মণ্ডপে দর্শনার্থীদের ভিড় উপচে পড়ছে একেবারে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...