খুব শ্রীঘ্রই ভারতের আকাশে উড়বে এয়ার ট্যাক্সি!

এবার ট্যাক্সি চড়ে আকাশে উড়ে উড়ে যাবেন! অবাক হচ্ছেন? এমনটাই ঘটতে চলেছে বিশ্বে। শুধু তাই নয়, ভারতের আকাশেও দেখা যেতে পারে এই উড়ন্ত ট্যাক্সি। জানা গিয়েছে সব পরিকল্পনা যদি খুব শ্রীঘ্রই বাস্তব ঘটে তাহলে ভারতের আকাশেও দেখা এয়ার ট্যাক্সি।

সম্প্রতি ইন্ডিগোর মূল সংস্থা ঘোষণা করেছে জানিয়েছে যে ইন্টারগ্লোব এবং আমেরিকার আর্চার এভিয়েশন দেশে এয়ার ট্যাক্সি পরিষেবা শুরু করার পরিকল্পনা করেছে। বাস্তবে যদি এই ঘটনা ঘটে তাহলে এয়ার ট্যাক্সি পরিষেবার সাহায্যে দিল্লির কনট প্লেস থেকে গুরুগ্রাম পর্যন্ত যেতে সময় লাগবে মাত্র 7 মিনিট।

ভাবুন তো মাত্র ৭ মিনিটে ২৭ কিমি পৌঁছে যাবেন আপনি! 

কিন্তু কত টাকার ভাড়া হবে এই এয়ার ট্যাক্সিগুলো? জানা গিয়েছে এই ধরণের এয়ার ট্যক্সির ভাড়া শুরু হতে পারে ২০০০টাকা থেকে। আর্চার এভিয়েশন এয়ার ট্যাক্সি পরিষেবার জন্য বিমান সরবরাহ করতে চলেছে। ফলে, খুব শ্রীঘ্রই ভারতে এই এয়ার ট্যাক্সি চাপবেন জনতা।

স্টার্টআপ ইপ্লেন অনুযায়ী আগামী বছরের মার্চ মাসের মধ্যেই এই উড়ন্ত বৈদ্যুতিক ট্যক্সির প্রোটোটাইপ লঞ্চ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই স্টার্টআপ ইপ্ল্যানটি চেন্নাইতে অবস্থিত। ফলে, এতে আইআইটি মাদ্রাজের সাপোর্ট রয়েছে। এটি তৈরি করার উদ্দেশ্য একটাই। সেটা হল যানযট কমানো।

কোম্পানির প্রতিষ্ঠাতা এবং সিইও সত্য চক্রবর্তীর এই বিষয়ে জানিয়েছেন যে  কোম্পানি ইভিটোল (ইলেকট্রিক ভার্টিক্যাল টেকঅফ অ্যান্ড ল্যান্ডিং) বিমান তৈরি করছে। এই বিমানটি ২০৬ কেজি পর্যন্ত ওজন তুলতে সক্ষম হবে। ফলে, এতে ৩০ থেকে ৪০ জন যাত্রী যাতায়াত করতে পারবেন। এছাড়া এটিকে একটি এয়ার অ্যাম্বুলেন্স হিসাবেও ব্যবহার করা যেতে পারে। 

তিনি আরও জানিয়েছেন যে তাঁরা আশাবাদী যে আগামী বছরের মধ্যে তৈরি হবে প্রোটোটাইপ। এর পরে তাঁরা ডিজিসিএ থেকে লাইসেন্স পাওয়ার চেষ্টা করবেন।

এছাড়া স্টার্টআপের ওয়েবসাইট অনুসারে ৬০ মিনিটের যাত্রা ই-প্লেনে মাত্র ১৪ মিনিটে সম্পন্ন করা যাবে। আগামী মাসে বাজারে তাদের অনেক ড্রোনও লঞ্চ করতে চলেছে কোম্পানি। এই ড্রোনটি ২ থেকে ৫০ কেজি ওজন বহন করতে এবং ৪০ থেকে ৬০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সক্ষম হবে। 

আরও জানা গিয়েছে দিল্লি থেকে গুরুগ্রাম পর্যন্ত আর্চার এভিয়েশনের বিমানগুলি ১৫০ থেকে ১৬০ কিলোমিটার গতিতে উড়তে সক্ষম হবে। এই প্রকল্পের জন্য প্রায় ২০০টি প্লেন সরবরাহ করবে সংস্থা। দুই শহরের মধ্যে ৯০ মিনিটের দূরত্ব মাত্র ৭ মিনিটে অতিক্রম করতে পারবে। এছাড়া এই প্লেনটিকে এমনভাবে তৈরি করা হবে যাতে খুব অল্প সময়ের মধ্যে সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করতে পারবেন আমজনতা।  

এটা শেয়ার করতে পারো

...

Loading...