অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপে জিততে পারল না ভারত, ম্যাচ শেষে কি বলছেন টলি-বলি সেলেবরা

২০ বছর পর ফের বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও অস্ট্রেলিয়া দল। ১২ বছর পর গত রবিবার আবার দেশের মাঠে বিশ্বকাপ জয়ের সুযোগ পেয়েছিলেন ভারত। কিন্তু অজিদের কাছে পারল না টিম ইন্ডিয়া। মাথা নামিয়ে ঘরে ফিরল সবাই।

এর আগে, ২০০৩ সালে ভারতীয় ক্রিকেট দল নিজেদের বিশ্বকাপের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে জয়ের পর অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়েছিল। এবারেও ফিরল সেই ছায়াই।

80b76d027791bfc3b2bc148367fde60ca1c5a_11zon

টলি থেকে বলিউডের সমস্ত সেলেবদের কি মত রইল খেলা শেষে?

সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্ত জানিয়েছেন, ‘বাংলা সিনেমা ছেড়ে ভারতীয় খেলোয়ারদের পাশে দাঁড়ান।‘ অন্যদিকে, বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা লিখেছেন, ‘আপনারা সবাই সবসময় মনে রাখবেন WorldCup2023-এ সবাই ভাল খেলেছে।‘

অভিনেত্রী পরিণীতি চোপড়ার স্বামী রাঘব চাড্ডাও বিশ্বকাপে হারের পরে সোশাল মিডিয়ায় টিম ইন্ডিয়ার জন্য একটি নোট লিখেছেন। সেখানে তিনি টিম ইন্ডিয়াকে স্যালুট জানিয়েছেন তিনি।

সুরকার অমিত ত্রিবেদীও একটি দীর্ঘ পোস্ট লিখেছেন। বলেছেন, ‘এমন সময় মেন ইন ব্লুকে শক্তিশালী হওয়ার জন্য কামনা করছি।‘

খেলা শুরু আগে বলি অভিনেত্রী কাজল এবং অভিনেতা অজয় ​​দেবগন ম্যাচের জন্য তাদের ভালবাসা ভাগ করে নেন এবং টিম ইন্ডিয়াকে শুভকামনাও জানিয়েছেন । অন্যদিকে উপাসনা এবং রাম চরণ ভারতীয় দলের জার্সিতে তাদের ছবি শেয়ার করে টিম ইন্ডিয়ার প্রতি তাদের সমর্থন দেখিয়েছেন।

গায়ক দর্শন রাভাল ভারতীয় ক্রিকেট দলের একটি ছবি শেয়ার করেছেন এবং লিখেছেন,'ভাল খেলেছে টিম ইন্ডিয়া। তোমাকে সবসময় ভালোবাসি..পরের বার।'

বিশ্বকাপ ফাইনালে ভারতের হারের পর গায়ক বিশাল মিশ্র খুবই কষ্ট পেয়েছিলেন। সোশাল মিডিয়ায় একটি ভাঙা হৃদয়ের ইমোজি পোস্ট করেছেন।

প্রত্যেক সেলেব বিশ্বকাপ হারার দুঃখ পেলেও খুশী ভারত দলের টিমকে নিয়ে। তাঁরা আশ্বাস দিয়েছেন যে ভারত দলের পাশে তাঁরা সবসময় আছেন।

এটা শেয়ার করতে পারো

...

Loading...