সত্বর আমেরিকার নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করছেন ওই দেশে অবস্থিত ভারতীয়রা

ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতি এবং আসন্ন মার্কিন নির্বাচনের দিকে তাকিয়ে সেখানে বসবাসকারী অধিকাংশ অভিবাসীরা স্থায়ী নাগরিকত্বের আবেদন করতে চলেছেন। ২০১৯ অর্থবর্ষে ৮.৩৪ লাখ অভিবাসীদের মার্কিন নাগরিকত্ব প্রদান করা হয়েছে, যা এগারো বছরের মধ্যে সবচেয়ে বেশি এবং আগের বছরের তুলনায় ৯.৫% বেশি।

                তবে ইউনাইটেড স্টেটস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস একটি প্রেস রিলিজে জানিয়েছে, ৫.৭৭ লাখ নতুন নাগরিক গ্রিন কার্ডের মাধ্যমে আইনসঙ্গতভাবে আমেরিকায় নিজেদের বাড়ি তৈরির অনুমতি পেয়েছে ২০১৮ আর্থিক বর্ষে। তাদের সমীক্ষা অনুযায়ী এই সংখ্যা ৪৭.৪% কমেছে। পাশাপাশি ইউ এস ডিপার্টমেন্টের হোমল্যান্ড সিকিউরিটি অপর একটি সমীক্ষায় জানাচ্ছে, ২০১৮ আর্থিক বর্ষে আমেরিকায় ৫২,১৯৪ জন ভারতীয় শিশু জন্মগ্রহণ করেছে। ওই দেশের দ্বিতীয় বৃহত্তম গোষ্ঠী হিসেবে চিহ্নিত ভারতীয়রা ওই বছর ৬.৯% নতুন নাগরিক হিসেবে চিহ্নিত হন। যা তার আগের বছরের তুলনায় ২.৭% বেশি। মার্কিন প্রদেশে সবচেয়ে বেশি জনসংখ্যার গোষ্ঠী রয়েছে মেক্সিকো থেকে আগত অভিবাসীদের। আর চিন হল তৃতীয় জনবহুল গোষ্ঠীভুক্ত সম্প্রদায়।

                উল্লেখ্য, শুধুমাত্র গ্রিনকার্ড ধারীরা ওই দেশের সাধারণ নাগরিকদের সমান সুযোগসুবিধা পেয়ে থাকেন। অন্তত পাঁচ বছর থাকার পর কেউ গ্রিন কার্ডের জন্য আবেদন করতে পারেন। এছাড়া কোনও স্থায়ী নাগরিকের অমার্কিন জীবনসঙ্গী তিন বছর থাকার পর কার্ডের জন্য আবেদন করতে পারেন। অভিবাসন দফতরের বিশেষজ্ঞদের মতে অভিবাসন নীতির অনিশ্চয়তা এবং আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের কারণেই নাগরিকত্ব নেবার হিড়িক পড়ে গিয়েছে।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...