ট্রেনের জেনারেল কামরায় মাত্র ২০ টাকায় মিলবে 'ইকোনমি মিল'

ট্রেনের জেনারেল কামরার যাত্রীদের জন্য মাত্র ২০ টাকায় পেট ভরা খাবার? হ্যাঁ, ঠিকই শুনছেন। সাধারণ যাত্রীদের কথা মাথায় রেখে দেশে চালু হয়েছে রেলের নয়া পরিষেবা, 'ইকোনমি মিল'। ভারতীয় রেলের দূরপাল্লার ট্রেনে প্যান্ট্রিকারের খাবারের দাম বেশ চড়া। এদিকে শুধুমাত্র স্লিপার এবং এসি কামরার যাত্রীরাই খাবার অর্ডার দিতে পারেন। জেনারেল কামরার যাত্রীদের ট্রেনে যাত্রা করার সময় নিজেদের খাবার নিয়ে যেতে হয়। নয়ত স্টেশনে নেমে কিছু কিনতে হয়। তবে এবার জেনারেল কামরার যাত্রীদের কথা মাথায় রেখে 'ইকোনমি মিল' চালু করেছে রেল কর্তৃপক্ষ।

WhatsApp-Image-2023-07-28-at-6.01.14-AM-4_11zon

আপাতত, দেশে মোট ৬৪ স্টেশনে চালু হয়েছে এই 'ইকোনমি মিল' পরিষেবা। এর মধ্যে উত্তর রেলের ১০ স্টেশন, পূর্ব রেলওয়ের মোট ২৯ স্টেশন, দক্ষিণ-মধ্য রেলওয়ের ৩টি স্টেশন, দক্ষিণ রেলের ৯ স্টেশন ও পশ্চিম রেলের মোট ১৩ স্টেশনে এই মিল চালু করা হয়েছে। এই স্টেশনগুলি থেকে জেনারেল বা অসংরক্ষিত কামরার যাত্রীরা ২০ টাকার ইকোনমি মিল বা ৫০ টাকার কম্বো প্লেট কিনতে পারবেন।

২০ টাকার 'ইকোনমি মিল'-এর প্যাকেটে কী কী থাকবে? জানা গিয়েছে, ২০ টাকার প্যাকেটে ৭টা কচুরি বা লুচি, আলুর তরকারি ও চাটনি বা আচার থাকবে। ৫০ টাকার একটি কম্বো প্লেটের ব্যবস্থা রয়েছে। তার মধ্যে আবার অনেক রকমের আলাদা আলাদা খাবার রয়েছে। যেমন খিচুড়ি, ছোলা-বাটুরে, রাজমা-ভাত, মশালা ধোসার মতো খাবার নিজের ইচ্ছে মতো কিনে নেওয়া যাবে মাত্র ৫০ টাকাতেই। জানা গিয়েছে, অতিরিক্ত তিন টাকা দিলে মিলবে ২০০ এমেল জল।

rail-1-3_11zon

সব ধরনের যাত্রীদের  কথা মাথায় রেখেই এই পরিষেবা চালু করা হয়েছে। অনেক সময়ই স্টেশনে খাবার কিনতে নামতে হত জেনারেলের যাত্রীদের। এরপর ফের ট্রেনে উঠতে গিয়ে অনেকেই দুর্ঘটনার কবলে পড়তেন তাই এই পরিস্থিতিতে নয়া পরিষেবায় যাত্রীর সুরক্ষাও নিশ্চিত হবে বলে আশা করছেন রেল কর্তারা। এই ইকোনমি মিল কিনতে গেলে টিকিটও দেখাতে হবে না বলে জানিয়েছে রেল।

ভারতীয় রেল কর্তৃপক্ষ তরফ থেকে জানানো হয়েছে, যে এই পরিষেবা শিয়ালদায় থাকবে যাত্রীদের জন্য। তাছাড়াও খড়গপুর, আসানসোল, দুর্গাপুর, রামপুরহাট, নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, হিজলিতেও মিলবে এই স্বল্প মূল্য আহারের পরিষেবা।

এটা শেয়ার করতে পারো

...

Loading...