তারাপ্রেমীদের নতুন আকর্ষণ হতে চলেছে লাদাখের নাইট স্কাই স্যাঙ্কচুয়ারি

ঝকঝকে নীল আকাশ। তারায় তারায় বিছিয়ে রাত। সেই নক্ষত্রমালার দিকে চোখ রাখলে মনে হবে জীবনের এই মুহূর্তটুকুই একমাত্র সত্যি। অনন্ত মহাকাশের নিচে মানুষের অস্তিত্ব কতটুকু। ফিরে যেতে ইচ্ছে করবে ছোটবেলায় পড়া ‘টুইঙ্কেল টুইঙ্কেল লিটিল স্টার’র ছন্দে। অবাক হতে হয় তারার রূপকথায়।

পাহাড়ী দেশে রাতের আকাশ দেখার জন্য লাদাখে চালু হতে চলেছে দেশের প্রথম ‘নাইট স্কাই স্যাঙ্কচুয়ারি’। লাদাখের উপ-রাজ্যপাল রাধাকৃষ্ণ মথুরের উদ্যোগে লাদাখের হ্যানলেতে চালু হতে চলেছে দেশের প্রথম ‘নাইট স্কাই স্যাঙ্কচুয়ারি’ বা আকাশ উদ্যান।

কয়েক মাস আগেই কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং ঘোষণা করেছিলেন এই ‘নাইট স্কাই স্যাঙ্কচুয়ারি’-এর কথা। লাদাখের হ্যানলে গ্রামে নাইট স্কাই স্যাঙ্কচুয়ারি স্থাপনের পিছনে মূল কারণ অ্যাস্ট্রো ট্যুরিজমের প্রতি পর্যটকদের ঝোঁক বাড়ানো। হাই-অল্টিটিউড টেলিস্কোপের মাধ্যমে দেখা যাবে মহাকাশ। বিদেশি গবেষকরাও আকৃষ্ট হবেন হ্যানলের নাইট স্কাই স্যাঙ্কচুয়ারি সম্পর্কে।

‘লাদাখ অটোনমাস হিল ডেভলপমেন্ট কাউন্সিল’-এর উদ্যোগ এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স-এর সহায়তায় এই ‘নাইট স্কাই স্যাঙ্কচুয়ারি’ তৈরি করা হয়েছে। চাংথাং বন্যপ্রাণী অভয়ারণ্যের অংশ লাদাখের হ্যানলেতে ‘নাইট স্কাই স্যাঙ্কচুয়ারি’ তৈরি হয়েছে। এখানে থাকছে অপটিক্যাল, ইনফ্রারেড এবং গামা-রে টেলিস্কোপ দিয়ে মহাকাশ দেখার সুযোগ। লাদাখের শীতল মরুভূমির মধ্যে পড়ে হ্যানলে। সারাবছর এই অংশে আবহাওয়া সাধারণত পরিষ্কার থাকে। ২৪ জন স্থানীয় বাসিন্দাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে টেলিস্কোপগুলি রক্ষণাবেক্ষণ করার জন্য।

প্রাচীন লাদাখ-তিব্বত বাণিজ্য পথের একটি পুরানো শাখা হল এই হ্যানলে গ্রাম। হ্যানলে নদীর তীরে অবস্থিত এই গ্রাম এখন বিশ্বের অন্যতম উঁচু জ্যোতির্বিজ্ঞান মানমন্দির। ‘নাইট স্কাই স্যাঙ্কচুয়ারি’-এর কারণে নিয়মিত পর্যটক এলে স্থানীয় মানুষেরও আর্থিক উন্নতি ঘটবে।

অ্যাস্ট্রো ট্যুরিজ়মের সঙ্গে চাংথাং বন্যপ্রাণী অভয়ারণ্য পর্যটকদের কাছে হ্যানলে আসার অন্যতম কারণ।এই অভয়ারণ্যে পশমিনা ছাগল, ভেড়া এবং ইয়াকের পাশাপাশি চার লক্ষেরও বেশি বন্যপ্রাণী দেখতে পাওয়া যায়। চাংথাং অভয়ারণ্যের অংশ হিসাবে লাদাখের হ্যানলেতে আকাশ-উদ্যান গড়ে উঠেছে।  হ্যানলে আগামী দিনে লাদাখের অন্যতম আকর্ষণ হয়ে উঠবে বলে আশা সব মহলের।

এটা শেয়ার করতে পারো

...

Loading...