এখন বিপদমুক্ত ‘ইন্ডিয়ান আইডল ১২’ খ্যাত গায়ক পবনদীপ রাজন। সম্প্রতি এক ভয়বহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন তিনি। এবার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে তাঁর ছবি। সেখানে হাসপাতালের বিছানায় শুয়েও হাসিমুখে পোজ দিয়েছেন গায়ক। এই ছবি দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তাঁর অনুরাগীরা।
৫ মে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন পবনদীপ রাজন। উত্তরপ্রদেশের মোরাদাবাদের কাছে এই দুর্ঘটনা ঘটে। এর জেরে পবনদীপ সহ আরও দুজন গুরুতর আহত হন। প্রাথমিক চিকিৎসার পর পবনদীপকে দিল্লির হাসপাতালে পাঠানো হয়। জানা গেছে, তাঁর হাত এবং দুই পায়ে ফ্র্যাকচার রয়েছে। তাঁর শরীরে একাধিক বড় ফ্র্যাকচারের পাশাপাশি ছোটখাট আঘাতও লেগেছে। তবে এখন তিনি বিপদমুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এবার হাসপাতাল থেকেই প্রকাশ্যে এসেছে তাঁর ছবি। যেখানে দেখা গিয়েছে, হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন তিনি। তাঁর চোখমুখ ফুলে গিয়েছে। কিন্তু যন্ত্রণার মধ্যে থেকেও হাসছেন তিনি। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়। তাঁর হাসিমুখের ছবি দেখে ভক্তদের মুখেও হাসি ফুটেছে। সবার একটাই প্রার্থনা, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক তাদের প্রিয় গায়ক।