সব সুর মিলে এক ‘কাত্যায়নি’র মঞ্চে

‘বহিরঙ্গ নয়, মানুষের পরিচয় হোক সে নিজে। তার কাজ। তার মানবিকগুণ। ধর্ম, বর্ণ, জাতি ভাষার বিভেদ কে দূরে সরিয়ে মানুষের পরিচয় হয়ে উঠুক মানুষ’।

এমন বার্তা দেওয়া হল ফ্যাশনের মাধ্যমে। সম্প্রতি  আইসিসিআর- এর সত্যজিৎ রায় প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হল আইসিএফডি ইন্ডিয়ান-কালচারাল ফ্যাশন ডিভা- ২০২০। আয়োজক অনিকেত ক্রিয়েশন ‘কাত্যায়নী’। ভারতীয় সংস্কৃতি এবং ফ্যাশন ঐতিহ্যকে তুলে ধরা হয় র‍্যাম্পে।

শো- এর পরিচালনা এবং কোরিওগ্রাফির দায়িত্বে ছিলেন জ্যাক অনিকেত রায়।

এলজিবিটি সম্প্রদায়ের মৌলিক অধিকার রক্ষার জন্য দীর্ঘদিন ধরে লড়াই চালাচ্ছেন জ্যাক অনিকেত রায়। অনুষ্ঠানের মূল সুর ছিল মানবিকতা এবং সমানাধিকার। সেই সুরে আবর্তিত হয় সমগ্র উপস্থাপনে।

একই মঞ্চে সমাজের মূল স্রোতের মানুষ, তৃতীয় লিঙ্গ,  অনাথ এবং বিশেষভাবে সক্ষম মানুষরা।

তাঁরা বুঝিয়ে দিলেন মূল স্রোত আর ভিন্ন স্রোত বলে আলাদা কিছু হয় না। সব স্রোত মিলেমিশে একটাই সমাজ। বিচ্ছিন্নতা আসলে তৈরি করা ভাবনা মাত্র। বিভেদের কাঁটাতার উপড়ে ফেলতে পারলে একটাই আকাশ আর সেটা সকলের।   

 অনুষ্ঠানে উপ্সথিত ছিলেন বিশিষ্ট নৃত্যশিল্পী অলকানন্দা  রায়, নাট্য ব্যক্তিত্ব সোহাগ সেন, রঞ্জিতা সিনহা, জয়া রায় সঙ্গীত শিল্পী মল্লার ঘোষ এবং লাজবন্তী রায় প্রমুখ।

এই প্রথমবার এমন অভিনব অনুষ্ঠানের সাক্ষী থাকল  কলকাতা।

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...