শনিবার এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ভারতের খেলা, কে থাকবে প্রথম একাদশে

চলতি সপ্তাহের শনিবারে পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপ ২০২৩-এ প্রথম ম্যাচে খেলতে নামবে ভারত।প্রথম ম্যাচেই নেপালকে হারিয়ে নিজেদের নিয়ে সুনিশ্চিত পাকিস্তান। তাই এটা স্পষ্ট যে ভারতের বিরুদ্ধে বীর হয়ে নামবে তারা। ইতিমধ্যেই হাউজফুল পাল্লেকেলে স্টেডিয়াম। টিকিটের জন্য চলছে হাহাকার।

processed-ee273554-fcf7-4008-bb7c-a15de5a4676d_IoD2BW1w

দীর্ঘ দিন ধরেই এই ম্যাচ নিয়ে একটা বিশাল উত্তেজনা তৈরি হয়েছে। তবে ম্যাচের আগে সমর্থকদের একটাই প্রশ্ন , শেষ পর্যায় দলে কী হতে চলেছে? কে বাদ যাবেন আর কে ঢুকবেন?

কিন্তু এই ম্যাচে ভারতের প্রথম একাদশ কী হবে সেটাই দেখার বিষয়। উদগ্রীব গোটা ভারতীয় ক্রিকেট ফ্যানেরা। এখনও পর্যন্ত যা খবর যাতে ওপেনিংয়ে রোহিত শর্মা ও শুভমান গিলের জায়গা পুরোপুরি পাকা হয়ে আছে।
বেঙ্গালুরু জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলনের সময়ও পাওয়া গিয়েছে বলেই জানা গিয়েছে। ফলে ওপেনিং নিয়ে কোনও পরীক্ষার সম্ভাবনা নেই বলা যেতে পারে।

যদি রোহিত-শুভমন ওপেন করে তবে কোহলির নামার কথা ‘তিন’ -এই। এক দিনের ক্রিকেটে এই পজিশনেই খেলে অভ্যস্ত ভারতের প্রাক্তন অধিনায়ক তাই হয়তো নিজের পছন্দের জায়গা তিনি বদল করতে চাইবেন না।চারে ভাবা হচ্ছে শ্রেয়স আইয়ারকে। যদি মাঝে কোও বাঁ হাতি ব্যাটারকে আনার পরিকল্পনা হয় তাহলে শ্রেয়স আরও একধাপ পিছিয়ে যাবেন।

এরপর কেএল রাহুল না থাকায় দলে উইকেট কিপার ব্যাটার হিসেবে খেলবেন ইশান কিশান।তাহলে ইশান নামবেন পাঁচে। আর ছয়ে খেলবেন দলের সহ অধিনায়ক হার্দিক পান্ডিয়া।জাডেজা অলরাউন্ডার হিসাবে দলে থাকছেন। তিনি সাতে নামবেন। এরপর থেকেই তৈরি হচ্ছে সমস্যা। ভারত যদি হার্দিক এবং জাডেজা দু’জনকে দিয়ে ১০ ওভার করাতে পারে, তা হলে তিন বোলার খেলালেই চলবে। সে ক্ষেত্রে অতিরিক্ত এক জন ব্যাটার খেলাতে পারবে ভারত। তখন সূর্যকুমার যাদব দলে আসবেন। তিনি নামতে পারেন হার্দিকের আগে বা পরে।
ক্যান্ডির মাঠে স্পিনারদের দাপট থাকেই। সে ক্ষেত্রে অক্ষরের দলে থাকার সম্ভাবনাই বেশি। তিনি খেললে ব্যাটিং অর্ডারে আটে নামবেন। ভারতীয় দলে তিন বোলার যশপ্রীত বুমরা, মহম্মদ শামি এবং কুলদীপ যাদব। যদি দুই প্রধান পেসার খেললে জাদেজার সঙ্গে অক্ষর প্যাটেলও কুলদীপ যাদব দুজনেই খেলতে পারবেন।

আপাতত খবর অনুযায়ী পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলের প্রথম একাদশে যারা থাকতে চলেছেন, তারা হল রোহিত, শুভমন, বিরাট, শ্রেয়স, ঈশান, হার্দিক, জাডেজা, অক্ষর, বুমরা, শামি এবং কুলদীপ।

এটা শেয়ার করতে পারো

...

Loading...