করোনা আতঙ্ককে সাথে নিয়েই শুরু হতে চলেছে আজকে ভারতের ওয়ান ডে ম্যাচ

করোনা আক্রান্তের সংখ্যা যে হারে বাড়ছে তাতে এই রোগকে মহামারীর আখ্যা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)| তারই মধ্যে আজ বৃহস্পতিবার ধর্মশালায় শুরু হতে আজ বৃহস্পতিবার ধর্মশালায় শুরু হতে চলেছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম ওয়ান ডে ম্যাচ| কিন্তু ম্যাচ শুরুর আগেই বদলে গেছে সেখানকার পরিস্থিতি| আতঙ্ক গ্রাস করেছে ধর্মশালাকে| আতঙ্কের নাম করোনা ভাইরাস| ম্যাচ শুরুর আগেই সতর্ক দুই ক্রিকেট শিবির| ভারত এবং দক্ষিণ আফ্রিকা দুই দেশের বোর্ডের তরফেই নির্দেশিকা পাঠানো হয়েছে ক্রিকেটারদের কাছে|

নির্দেশিকা অনুযায়ী, চিকিৎসকদের তৈরী করে দেওয়া সতর্কবার্তা মেনে চলতে হবে ক্রিকেটারদের| এই ক্ষেত্রে অতিপরিচিত একটি দৃশ্য অর্থাৎ থুতু দিয়ে বল পালিশ করার সেই দৃশ্য সম্ভবত বাদ পড়তে চলেছে| বল পালিশের উপর নিষেধাজ্ঞা জারি নিয়েও কানাঘুষো শুরু হয়েছে| মনে করা হচ্ছে, থুতু দিয়ে বল পরিষ্কার বা পালিশ করলে তা থেকে দ্রুত সংক্রমণ ছড়াতে পারে বাকিদের শরীরে| গত বুধবার একটি সাংবাদিক সম্মেলন করে এইকথা জানালেন ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমার| তিনি জানিয়েছেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে চিকিৎসকদের সাথে কথা বলেই|

বুধবার ভারতীয় পেসার জানান, থুতু দিয়ে বল পালিশ করার বিষয়টির উপর নজর দেওয়া হচ্ছে| তবে এই নিয়ে যে চূড়ান্ত সিদ্ধান্ত কিছু নেওয়া হয়নি, তাঁর কথায় স্পষ্ট তাও| তাঁর মতে, বলের পালিশ ঠিক মতো ধরে না রাখতে পারলে সমস্যা হবে ম্যাচে| সেইক্ষেত্রে বল ভালো সুইং না করলে ভারতীয় দলের জন্য তৈরী হতে পারে সমস্যা| করোনা আতঙ্ক এবং বলের পালিশ নিয়ে সমস্যা এই দুয়ের মাঝে পড়ে বিপাকে দুই দলের ক্রিকেটাররা| ভুবনেশ্বর জানিয়েছেন, ক্রিকেটারদের স্বাস্থ্যের দিকটিও খেয়াল রাখা প্রয়োজন| তিনি জানিয়েছেন, তাদের ভালোর জন্য যা নির্দেশ দেওয়া হবে তাই তারা মানতে রাজি|

সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকা শিবিরেও| দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, ক্রিকেটারদের অন্যের সাথে করমর্দন এবং সেলফি তোলার ব্যাপারটিকেও কড়া নজরে রাখছেন তারা| শুধু দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডই নয়| একই নিষেধাজ্ঞা এসেছে ভারতীয় ক্রিকেটারদের কাছেও| ভুবনেশ্বর কুমার জানিয়েছেন, নিজেদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, বারবার সাবান ব্যবহার করা এবং ভক্তদের অতিরিক্ত কাছে না যাওয়ার নির্দেশ এসেছে তাদের কাছেও|  

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...