ফের বদলা! দ্বিতীয় টি-২০ সিরিজে অস্ট্রেলিয়াকে আবার হারাল টিম ইন্ডিয়া

ফের বদলা নিল ভারত। চলতি বছরের বিশ্বকাপে ভারতকে হারিয়ে বিশ্বকাপটি ছিনিয়ে নিয়েছিল অজিদের দল। সেই দিন কেউ ভুলে যেতে পারছে না। এবার টি-২০ ম্যাচে হয়েতো সেই বদলাই এবার নিচ্ছে সুর্যকুমারের দল।

চলতি টি-২০ ম্যাচে দ্বিতীয়বারের জন্য অস্ট্রেলিয়াকে হারল টিম ইন্ডিয়া। এবার পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল তাঁরা। তিন হাফসেঞ্চুরিতে ভারত দলের গড়া ২৩৫ রানের তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া থেমেছে ১৯১ রানে। কেরালার থিরুভানান্তাপুরমের গ্রিনফিল্ড স্টেডিয়ামে অজিদের ৪৪ রানে হারিয়েছে ভারত দল।

news_362663_1

এদিন টস জেতে অস্ট্রেলিয়া। প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় অজি দলের অধিনায়ক ম্যাথিউ ওয়েড। প্রথমে ব্যাটিং করতে নামে ওপেনার যশসী জয়সওয়াল এবং রুতুরাজ গায়কোয়াড। জুটি হয়ে ভালো খেলেছে তাঁরা। নেমেই ৫.৫ ওভারে ৭৭ রান তোলে।

যশসী এদিন ২৫ বলে ৯টি চার এবং ২টি ছক্কায় ৫৩ রান করে দুর্দান্ত হাফসেঞ্চুরি করে ফেলেন। তবে, তিনি আউট হয়ে যান। কিন্তু জুটি ভাঙলেও ফের দুর্দান্ত পার্টনারসশিপে এগিয়ে যায় ভারত। ঈশান কিষাণের সঙ্গে ৫৮ বলে ৮৭ রানের একটা পার্টনারশিপ গড়ে দারুন পার্ফরমেন্স করল রুতুরাজ।

তবে এদিন শুধু যশসী নয়, ভারতের প্রথম তিন ব্যাটারই হাফসেঞ্চুরি করেছেন। ৪৩ বলে ২টি ছক্কা এবং ৩টি চারে ৫৮ রান করেছেন রুতুরাজ। অন্যদিকে, ৪টি ছক্কা এবং ৩টি চারে ৩২ বলে ৫২ রানে দারুন খেলেছেন ঈশান কিষাণ।

কেকেআর তারকা রিঙ্কু সিং-ও কিছু কম যাননি। প্রথম ম্যাচ থেকে দ্বিতীয় ম্যাচে দারুন খেলে যাচ্ছেন তিনি। এদিন ২টি ছক্কা এবং ৪টি চার মেরে ৯ বলে ৩১ রানে অপরাজিত থেকে যান তিনি। ২০ ওভারে টিম ইন্ডিয়া চার উইকেট হারিয়ে ২৩৫ রান তোলে। অস্ট্রেলিয়া দলের নাথান এলিস ভারতের বিরুদ্ধে ৪৫ রানে ৩ উইকেট নেন।

ভারত দলের রান পাহাড় ছুঁতে নেমে মাত্র ১৯১ রানে অলআউট হয়ে যায় টিম অস্ট্রেলিয়া। ম্যাথু শর্ট ১৯, জস ইংলিশ ২ এবং গ্লেন ম্যাক্সওয়েল ১২ রান করে আউট হয়ে যান। ১৬ বলে ১৯ রান করে স্টিভেন স্মিথ। প্রথম দিকে কেউই ভালো খেলতে পারেনি। ৫৮ রানে ৪ উইকেট হারিয়ে নিরাশ হয় অজিদের দল। এরপর মার্কাস স্টয়েনিস ও ট্রাভিস হেডের মধ্যে ৩৮ বলে ৮১ রানের পার্টনারশিপ গড়ে উঠেলেও ৮ রানের ব্যবধানে দুজনই আউট হয়ে যান তাঁরা। এরপর আর কোনও জয়ের সম্ভবনা দেখা যাচ্ছিল না অজি দলের খেলায়। তাঁদের মধ্যে সর্বাধিক ৪৫ রান করেছেন মার্কাস স্টোয়েনিস।

এদিন ভারতের প্রাসিধ কৃষ্ণা ৪১ রানে ৩টি এবং রবি বিস্ময় ৩২ রানে ৩ উইকেট নিয়েছেন। এছাড়া একটি করে উইকেট নেন আর্শদীপ সিং, অক্ষর প্যাটেল এবং মুকেশ কুমার।

টি-২০ ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এখনও পর্যন্ত টিম ইন্ডিয়ার সর্বাধিক রান ২৩৫। জানা গিয়েছে এই সিরিজের পরবর্তী ম্যাচ হবে ২৮ নভেম্বর অর্থাৎ আগামী মঙ্গলবার। গুয়াহাটিতে আয়োজন করা হবে এই ম্যাচ।

এটা শেয়ার করতে পারো

...

Loading...