ডু অর ডাই, কোনও উপায় নাই

প্রথম ম্যাচে ওমানের বিরুদ্ধে শেষ মূহুর্তে - গোলে হার, দ্বিতীয় ম্যাচে কাতারের বিরুদ্ধে গোলশূণ্য ড্র। ভারতের ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সের যাত্রাটা মধুর না হলেও লড়াইটা বজায় রেখেছিল তারা। কিন্তু বাধ সাধলো কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে বাংলাদেশের বিরুদ্ধে ড্র-টি। সেই ম্যাচে জয় পেলে বর্তমানে লিগ টেবিলের তৃতীয় স্থানে থাকতো সুনীল ছেত্রীরা।তাতে পরবর্তী রাউন্ডে যাওয়ার রাস্তাটাও একটু সহজ হতো। তবে অতীত থেকে শিক্ষা নিয়ে আজকের ‘ডু অর ডাই’  ম্যাচে ফিফা ব়্যাঙ্কিয়ে ১৪৯তম স্থানে থাকা আফগানিস্তানের মুখোমুখি হতে চলেছে ১০৬ নম্বরে থাকা ভারত।  খেলা হবে তাজকিস্তানের সেন্ট্রাল রিপাবলিকান স্টেডিয়ামে। তিন ম্যাচে ছয় পয়েন্ট পেয়ে আপাতত স্থিতিশীল জায়গায় রয়েছে আফগানিস্তান, তাই কাজটি একটু কঠিন হতে পারে ৩ ম্যাচে ২ পয়েন্ট পেয়ে লিগ টিবিলের নিচে থাকা ভারতীয় দলের। এছাড়াও কৃত্রিম ঘাস ও প্রবল ঠান্ডার ফলে একটু সমস্যায় পড়তে হতে পারে ‘ব্লু টাইগার্স’ –দের। তবে ফিফা ব়্যাঙ্কিং যাই থাক না কেন দল হিসাবে ভারতের থেকে অনেকটাই এগিয়ে আফগানরা। তবে এই মূহুর্তে দুর্দান্ত ছন্দে রয়েছে ভারতীয় গোলরক্ষক গুরপ্রিত সিং সান্ধু ও স্ট্রাইকার তথা, অধিনায়ক সুনীল ছেত্রী। তাই ভারতকে আটকাতে গেলে আক্রমণের সাথে রক্ষণভাগেও জোর দিতে হবে আফগানিস্তানকে। তবে যে দল-ই ছন্দে থাকুক না কেন পারিপার্শ্বিক পরিস্থিতি ও তাপমাত্রার ওপর ভিত্তি করে কিছুটা হলেও এগিয়ে থাকছেই আফগানিস্তান। 

এটা শেয়ার করতে পারো

...

Loading...